চণ্ডবৃষ্টিপ্রপাত ছন্দ ও ছন্দবৃষ্টি তাল
চণ্ডবৃষ্টিপ্রপাত সংস্কৃত ছন্দ। আর এই ছন্দ অনুসরণে নজরুল
ইসলামের সৃষ্ট তাল হল- ছন্দবৃষ্টিপ্রপাত।<
সংস্কৃত ছন্দ চণ্ডবৃষ্টিপ্রপাত
অক্ষর সংখ্যা ৩০।
মাত্রা সংখ্যা ৪১
গণবিন্যাস= '
ন ন র র র র র র র'।
ছন্দবিভাজন: ৩/৩/৫/৫/৫/৫/৫/৫
বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী' [দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ১০২ গ্রন্থের ২৬শ বৃ্ত্তির দণ্ডক -ক- এর প্রথম ছন্দ। এই ছন্দের নমুনা সূত্র-
' সদিহ নযুগলংতত্বঃসপ্তরেফাস্তদা চণ্ডবৃষ্টিপাতো ভবেদ্দণ্ডকঃ'
- প্রথম গণ 'ন'। মাত্রা সংখ্যা ৩ (১+ ১+১)। [যদিহ
৩ অক্ষর]
- দ্বিতীয় গণ 'ন'। মাত্রা সংখ্যা ৩ (১+১+১
[নযুগ। ৩ অক্ষরা]
- তৃতীয় গণ 'র'। মাত্রা সংখ্যা
৫ (২+১+২)।) [লংততঃ
৩ অক্ষর]
- চতুর্থ গণ
'র'। মাত্রা সংখ্যা
৫
(২+২+২)
[সপ্তরে ৩ অক্ষর]
- পঞ্চম গণ
'র'। মাত্রা সংখ্যা
৫
(২+২+২)
[ফাস্তদা ৩ অক্ষর]
- ষষ্ঠ গণ
'র'। মাত্রা সংখ্যা
৫
(২+২+২)
[চণ্ডবৃ ৩ অক্ষর]
- সপ্তম গণ
'র'। মাত্রা সংখ্যা
৫
(২+২+২)
[চণ্ডবৃ ৩ অক্ষর]
- অষ্টম গণ
'র'। মাত্রা সংখ্যা
৫
(২+২+২)
[ষ্টিপ্রপা ৩ অক্ষর]
- নবম গণ
'র'। মাত্রা সংখ্যা
৫
(২+২+২)
[তোভবে ৩ অক্ষর]
- দশম গণ
'র'। মাত্রা সংখ্যা
৫
(২+২+২)
[দ্দণ্ডকঃ ৩ অক্ষর]
৩ |
|
|
|
৩ |
|
|
|
৫ |
|
|
|
|
|
য |
দি |
হ |
/
|
ন |
যু |
গ |
/ |
লং |
- |
ত |
তঃ |
- |
/ |
১ |
২ |
৩ |
|
৪ |
৫ |
৬ |
|
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
|
৫ |
|
|
|
|
|
৫ |
|
|
|
|
|
স |
-
|
প্ত |
রে |
- |
/ |
ফা |
- |
স্ত |
দা |
- |
/ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
|
১৭ |
১৮ |
১৯ |
২০ |
২১ |
|
৫ |
|
|
|
|
|
৫ |
|
|
|
|
|
চ |
-
|
ণ্ড |
বৃ |
- |
/ |
ষ্টি |
- |
প্র |
পা |
- |
/ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
|
১৭ |
১৮ |
১৯ |
২০ |
৩১ |
|
৫ |
|
|
|
|
|
৫ |
|
|
|
|
|
তো |
-
|
ভ |
বে |
- |
/ |
দ্দ |
- |
ণ্ড |
কঃ |
- |
/ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
|
৭৭ |
৩৮ |
৩৯ |
৪০ |
৪১ |
|
নজরুল সৃষ্ট তাল ছন্দবৃষ্টি প্রপাত
সংস্কৃত চণ্ডবৃষ্টিপ্রপাত ছন্দের অনুসরণে নজরুল এই গানটি রচনা
করেছিলেন বলে মনে হয় না। কারণ চণ্ডবৃষ্টিপ্রপাত ছন্দটি
৪১ মাত্রা। পক্ষান্তরে নজরুল সৃষ্ট ছন্দবৃষ্টিপ্রপাত তালটি ৪৮ মাত্রার।
চণ্ডবৃষ্টিপ্রপাত তালে নিবদ্ধ নকরুলের গানটি হলো-
এই তালের প্রামাণ্য ছন্দবিভাজন সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা
সম্ভব হয় নি। তাই এর ঠেকা দেওয়া হলো না।
সূত্র :
- ছন্দোমঞ্জরী। বৈদ্যশ্রীগঙ্গাদাস। দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ১০২ ।
- সংগীত-গবেষক নজরুল [প্রথম পর্ব]।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় [নজরুল ইন্সটিটিউট,
ঢাকা, মে ২০১৪] পৃষ্ঠা: ১৩৯।