ধুমালী
উত্তর
ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত
তাল বিশেষ।
মাত্রা সংখ্যা ৮।
ছন্দোবিভাজন ২।২।২।২
সমপদী।
১টি
তালি ১টি ফাঁক
আছে।
বাংলা গানে এই তালটি বহুল
প্রচলিত। বাংলা গান ছাড়াও ভারতবর্ষের প্রায় সকল ভাষার
বিচিত্র ধরনের গানে এই তালের ব্যাপক প্রয়োগ লক্ষ করা যায়।
ভারতীয় রাগ-সঙ্গীতে এই
তালটির ব্যবহৃত হয় না।
প্রথম প্রকরণ
+ | + | ||||||||||
১ |
২ |
০ |
৩ | ||||||||
ধা |
ধিন |
। |
ধা |
ধিন |
। |
না |
ধিন্ |
। |
ধাগে |
তেরেকেট |
ধা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
|
দ্বিতীয় প্রকরণ
+ | + | ||||||||||
১ |
২ |
০ |
৩ | ||||||||
ধা |
ধিন |
। |
না |
তা |
। |
ক |
ধি |
। |
না |
ধা |
ধা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
|
সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ
১৩৭২।
তবলা শিক্ষা। বি.বটব্যাল।
তবলা বিজ্ঞান। মোঃ কামরুজ্জামান (মনি)। জুন ১৯৯১