গীতাঙ্গী


উত্তর
ভারতীয় সঙ্গীতে বহুল ব্যবহৃত একটি তাল। এর সাথে বিশেষ মিল রয়েছে তেওরা তালের।
মাত্রা সংখ্যা  ৭।
ছন্দোবিভাজন ৩

বিষমপদী তাল

৩টি তালি, কোনো ফাঁক নাই

 

 

+                   +

 

   

         

ধা

দেন্

তা

তেটে

কতা

গদি

ঘেনে ধা

 

 

   

 

খ্রিষ্টীয় বিংশ শতাব্দীর প্রথমভাগে এই তালের বিশেষ প্রচলন ছিল। নজরুলের অনেক গান এই তালে নিবদ্ধ ছিল।  এছাড়া এই সময়ের অন্যান্যদের অনেকের গানে এই তাল ব্যবহৃত হয়েছে। যেমন-