মন্দাকিনী ছন্দ ও তাল
নজরুল সৃষ্ট তাল। এর উৎস সংস্কৃত ছন্দ মন্দাকিনী
সংস্কৃত ছন্দ মন্দাকিনী
অক্ষর সংখ্যা ১২।
মাত্রা সংখ্যা ১৬
গণবিন্যাস= 'ন ন র র'।

বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী' [দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ৩৬] গ্রন্থের  ১২শ বৃ্ত্তির ১১শ  ছন্দ 'মন্দাকিনী'। এই ছন্দের নমুনা  সূত্র- 'ননররঘটিতা তু (মন্দাকিনী)'।

                               
/ টি / তা - তু - - / ন্দা - কি নী -
        ১৬

মন্দাকিনী তাল

সংস্কৃত মন্দাকিনী ছন্দের অনুসরণে কাজী নজরুল ইসলাম, একটি নতুন তাল সৃষ্টি করেছিলেন। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই (শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮) কলকাতা বেতার কেন্দ্র থেকে  ছন্দিতা নামক অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল।এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস । এই অনুষ্ঠানের ' মন্দাকিনী তালে' নিবদ্ধ গানটি ছিল-

মন্দাকিনী তালের পরিচয়
মাত্রা সংখ্যা:
১৬
পদ প্রকরণ: ৩/৩/৫/৫
পদ প্রকৃতি: বিষমপদী।
তালি:
খালি: নাই

নজরুল ইসলামের পাণ্ডুলিপি অনুসরণ করলে দেখা যায়, হ্রস্ব ও দীর্ঘ মাত্রা নির্ণনয়ে তিনি ২টি সঙ্কেত ব্যবহার করেছেন। তিনি দীর্ঘ মাত্রার জন্য 'তা' এবং হ্রস্ব মাত্রার এক মাত্রা 'না' ব্যবহার করেছেন। তালের বিচারে এর কাঠামোগত পরিচয় পাওয়া যায় নজরুলের পাণ্ডুলিপি থেকে।

এই সঙ্কেত অনুসরণে নিচের তাল-নির্দেশ দেখানো হলো।

  +                                   +
I না না না না না না তা - না - তা - তা - না তা - I না
          ১৬  

ঠেকা

  +                                   +
I ধা ধি না ধা তি না ধি্ন - না - না - ধিন্ - না ধিন - I ধা
        ১০ ১১   ১২ ১৩ ১৪ ১৫ ১৬  
 


সূত্র :
  • ছন্দোমঞ্জরী। বৈদ্যশ্রীগঙ্গাদাস। দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ৩৬ ।
  • সংগীত-গবেষক নজরুল [প্রথম পর্ব]। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় [নজরুল ইন্সটিটিউট, ঢাকা, মে ২০১৪] পৃষ্ঠা: ১৩৩-১৩৫।