নজরুল সৃষ্ট তাল। এর উৎস সংস্কৃত ছন্দ
মঞ্জুভাষিণী
সংস্কৃত ছন্দ মঞ্জুভাষিণী
অক্ষর সংখ্যা ১৩।
মাত্রা সংখ্যা ১৮
গণবিন্যাস= 'স জ
স জ গ'।
বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী' [দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা
৫৪] গ্রন্থের ১৩শ বৃ্ত্তির
৫ম ছন্দ। এই ছন্দের নমুনা সূত্র-
'সজসা জগৌ চ যদি (মঞ্জুভাষিণী)'।
- প্রথম গণ 'স'। মাত্রা সংখ্যা
৪
(১+১+২)
[সজসা। এখানে
সা দুই মাত্রা]
- দ্বিতীয় গণ 'জ'। মাত্রা সংখ্যা
৪
(১+২+১) [জ গৌ
চ। এখানে গৌ দুই মাত্রা]
- তৃতীয় গণ 'স'। মাত্রা সংখ্যা
৪ (১+১+২)
[যদিম। পূর্ব যুক্তবর্ণ আছে- তাই
ম দুই মাত্রা]
- চতুর্থ গণ 'জ'। মাত্রা সংখ্যা
৪ (১+২+১)
[ঞ্জুভাসি। এখানে ভা দুই মাত্রা]
- পঞ্চম গণ 'গ'। মাত্রা সংখ্যা
২ (১+১)
[নী দুই মাত্রা]
৪ |
|
|
|
|
|
|
৪ |
|
|
|
৪ |
|
|
|
স |
জ |
সা |
- |
/ |
জৌ |
গৌ |
- |
চ |
/ |
য |
দি |
ম |
- |
/ |
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
৬ |
৭ |
৮ |
|
৯ |
১০ |
১১ |
১২ |
|
৪ |
|
|
|
|
২ |
|
|
ঞ্জু |
ভা |
- |
সি |
/ |
নী |
- |
|
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
|
১৭ |
১৮ |
|
মঞ্জুভাষিণী তাল
সংস্কৃত মঞ্জুভাষিণী ছন্দের অনুসরণে কাজী নজরুল ইসলাম,
এই তালটি সৃষ্টি করেছিলেন। ১৯৪১
খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই (শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮) কলকাতা
বেতার কেন্দ্র থেকে ছন্দিতা নামক অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল।এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস
। এই অনুষ্ঠানের ' মঞ্জুভাষিণী তালে' নিবদ্ধ গানটি ছিল-
- আজো ফাল্গুনে বকুল কিংশুকের বনে
[তথ্য]
মঞ্জুভাষিণী তালের পরিচয়
মাত্রা সংখ্যা: ১৮
পদ প্রকরণ: ৪/৪/৪/৪/২/
পদ প্রকৃতি: বিষমপদী।
তালি: ৫
খালি: নাই
নজরুল
ইসলামের পাণ্ডুলিপি অনুসরণ করলে দেখা যায়, হ্রস্ব ও দীর্ঘ মাত্রা নির্ণনয়ে তিনি ২টি
সঙ্কেত ব্যবহার করেছেন। সঙ্কেত দুটি হলো- দীর্ঘ মাত্রার জন্য তা এবং হ্রস্ব মাত্রার এক মাত্রা।
নজরুলের তাল সঙ্কেত অনুসারে এর-
ছন্দ বিন্যাস হবে-
|
+ |
|
|
|
|
২ |
|
|
|
|
৩ |
|
|
|
|
I |
না |
তা |
- |
না |
। |
না |
তা |
- |
না |
। |
না |
তা |
- |
না |
। |
|
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
৬ |
৭ |
৮ |
|
৯ |
১০ |
১১ |
১২ |
|
৪ |
|
|
|
|
৫ |
|
|
+ |
না |
না |
তা |
- |
/ |
তা |
- |
I |
না |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
|
১৭ |
১৮ |
|
১ |
ঠেকা
|
+ |
|
|
|
|
২ |
|
|
|
|
৩ |
|
|
|
|
I |
ধা |
ধিন্ |
- |
না |
। |
ধা |
তিন্ |
- |
না |
। |
ধা |
ধিন্ |
- |
না |
। |
|
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
৬ |
৭ |
৮ |
|
৯ |
১০ |
১১ |
১২ |
|
৪ |
|
|
|
|
৫ |
|
|
+ |
ধা |
তিন্ |
না |
- |
/ |
ধিন্ |
- |
I |
ধা |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
|
১৭ |
১৮ |
|
১ |