সপ্তমাত্রিক তাল (৩।৪ ছন্দ)
এটি একটি রবীন্দ্রনাথের প্রবর্তিত ছন্দ।

এই রূপ ছন্দের একটি তাল প্রচলিত রয়েছে, তালটি হলো ৭  মাত্রার যৎ। কিন্তু ৭ মাত্রার যৎ- এ একটি তালি ও একটি ফাঁক আছে। পক্ষান্তরে, রাবীন্দ্রিক ৩।৪ ছন্দে কোনো ফাঁক নেই। গানের ছন্দ নিয়ে পরীক্ষা করার সময় রবীন্দ্রনাথ এই ছন্দে ৫টি গান রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ এই ছন্দের কোন নামকরণ করে যান নি।

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: বিষমপদী। ৩/৪
তালি:
২টি
খালি: নাই

এই ছন্দে নিবদ্ধ গানের সাথে তালরক্ষাকারী শিল্পীরা সঙ্গত করার সময় তাল যন্ত্রে উপযোগী কিছু বোল-বাণী তৈরি করে নিয়েছেন। নিচে এরূপ একটি বোল-বাণী দেওয়া হলো।
 
 

+

 

   

        +
I

ধা

ধিন

না

ধিন

না

না

ধিন I ধা
 

 

   
এই ছন্দে রচিত ৫টি গান।
 
১. এমন দিনে তারে বলা যায় [প্রেম-২৪৮]
২. খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে [নাট্যগীতি-৫২]
৩. জয় ভৈরব, জয় শঙ্কর [পূজা-৬০৯]
৪. তোমার গীতি জাগালো স্মৃতি [প্রেম-২৫৩]
৫. হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু [প্রকৃতি-১০৩]

এই ছন্দের তালে নজরুলের একটি গানের স্বরলিপি করেছিলেন নিতাই ঘটক। গানটি হলো-

১. মায়ের আমার রূপ দেখে যা  [তথ্য]