বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মায়ের আমার রূপ দেখে যা
মায়ের আমার রূপ দেখে যা মা যে আমার কেবল জ্যোতি।
(মার) কৌশিক রূপ দেখ্‌ রে চেয়ে, মা, শুদ্ধা মহা সরস্বতী॥
            পরম শুভ্র জ্যোতির্ধারায়
            নিখিল বিশ্ব যায় ডুবে যায়।
কোটি শ্বেতশতদলে বিরাজে মা বেদবতী॥
সপ্তসর্গ সপ্ত পাতাল শুদ্ধ হয়ে উঠল নেয়ে
সাত্ত্বিকী মোর জগন্মাতার জ্যোতির্সুধার প্রসাদ পেয়ে।
            নৃত্যময়ী শব্দময়ী কালী
            এলো শান্ত কল্যাণ-দপি জ্বালি’
দেখ রে পরমাত্মায় সব জননী সে জ্যোতিষ্মতী॥