উল্টা ষষ্ঠী
রবীন্দ্রনাথের প্রবর্তিত একটি তাল। ৪।২ ছন্দের এই তালটির রবীন্দ্রনাথ কোনো নামকরণ করে যান নি। তবে ছন্দ বিভাজ ি ষষ্ঠী'র বিপরীত বলে, এই ছন্দটিকে 'ল্টা ষষ্ঠী' বলা হয়। উল্লেখ্য ষষ্ঠী'র ছন্দ ২।৪, পক্ষান্তরে ল্টা ষষ্ঠী' ছন্দ ৪।২।


মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: বিষমপদী। ৪/২
তালি: ২টি
খালি: নাই

ঠেকা নুমনা।

 

+ 

   

 

      +
I

ধিন্ 

না

ধা

ধিন্

ধিন্

না I

ধিন্

 

 

 

 


এই তালে মাত্র ১টি রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায়।
১. হৃদয়
মার প্রকাশ হল