উপরাগ
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত রাগের ভাব রয়েছে কিন্তু পূর্ণাঙ্গ রাগ নয়- এমন রাগগুলোকে উপরাগ নামে অভিহিত করা হয়েছে। এই জাতীয় রাগের প্রথম উল্লেখ পাওয়া যায়- খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে। শাম্বশিব শাস্ত্রীর  সম্পাদিত বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ১৮৪] তিনটি উপরাগের উল্লেখ পাওয়া যায়। এ গুলো হলো- সঙ্গীতরত্নাকরে আটটি উপরাগের উল্লেখ আছে। এগুলো হলো-


তথ্যসূত্র: