উপরাগ
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত রাগের
ভাব রয়েছে কিন্তু পূর্ণাঙ্গ রাগ নয়- এমন রাগগুলোকে উপরাগ নামে অভিহিত করা হয়েছে। এই
জাতীয় রাগের প্রথম উল্লেখ পাওয়া যায়- খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত মতঙ্গের রচিত
বৃহদ্দেশী গ্রন্থে। শাম্বশিব শাস্ত্রীর সম্পাদিত বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ১৮৪]
তিনটি উপরাগের উল্লেখ পাওয়া যায়। এ গুলো হলো- সঙ্গীতরত্নাকরে আটটি
উপরাগের উল্লেখ আছে। এগুলো হলো-
তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। রাজ্যেশ্বর মিত্র সম্পাদিত। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
কলকাতা। ১৯৯২।
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ। রবীন্দ্রভারতী
বিশ্বিদ্যালয়। ২২ শ্রাবণ ১৫০৮। পৃষ্ঠা ৬৭