টক্কসৈন্ধব
প্রাচীন ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে বর্ণিত একটি
উপরাগ বিশেষ।
খ্রিষ্টীয় ৬০০ অব্দের দিকে মতঙ্গের রচিতত বৃহদ্দেশীতে এই উপরাগের নাম প্রথম পাওয়া যায়।
ষড়্জ গ্রামের
ষাড়্জী
এবং
ধৈবতী
জাতি থেকে উৎপন্ন। এই উপরাগে পঞ্চম অল্প ব্যবহার হয়
রেবাগুপ্ত উপরাগের পরিচয়:
গ্রাম: ষড়্জ
জাতি-প্রকৃতি:
ষাড়্জী
এবং
ধৈবতী
জাতি থেকে উৎপন্ন হয়েছে
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
বিকৃত স্বর: অন্তর গান্ধার ও কাকলী নিষাদ
অংশস্বর: ষড়্জ
গ্রহস্বর: ষড়্জ
ন্যাস স্বর: ষড়্জ
রস: বীর
তাল: চচ্চৎপুট তাল
মার্গ: চিত্র, বার্তিক ও দক্ষিণ
প্রয়োগ: নাটকের উদ্ভটচারি বা মণ্ডলাদিতে ব্যবহৃত হতো।
তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। রাজ্যেশ্বর মিত্র সম্পাদিত। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
কলকাতা। ১৯৯২।
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ। রবীন্দ্রভারতী
বিশ্বিদ্যালয়। ২২ শ্রাবণ ১৫০৮।