আ 'আহ্
অন্য নাম: A'ah, Aa, Ah, Aos, Iah, Yah, Aah Tehuti, Aah Te-huti

প্রাচীন মিশরীয় পৌরাণিক কাহিনি মতে
চন্দ্রদেবতা। কোনো কোনো মতে- চন্দ্র দেবধা খোনসু যখন শৈশব পেরিয়ে যৌবনে পদার্পণ কেন, তখন তাঁকে আহ নামে অভিহিত করা হতো। আহকে বিবেচনা করা ঐশ্বরিক জ্ঞানের ছাত্র। অর্থাৎ তিনি ঐশ্বরিক জ্ঞানার্জনের সাধক ছিলেন।

আহকে আদি মিশরীয় পঞ্জিকার স্রষ্টা বলা হয়। তিনি সৌরবৎসরকে ১২ মাসে ভাগ করেছিলেন। এই পঞ্জিকায় প্রতিটি মাস ছিল ৩০ দিনে গণনা করা হতো।