মিশরীর
পৌরাণিক কাহিনি মতে সূর্যদেবতার নাম।
প্রাচীন হেলিওপোলিস নগরীর প্রধান দেবতা ছিলেন সূর্যদেবতা 'রা'। উত্তর মিশরের
রাজধানী যখন মেমফিস ছিল, তখন 'রা'-কে প্রধান দেবতা হিসেবে মান্য করা হতো। এরপর
মিশরের রাজধানী থিবিস হওয়ার পর অন্ধকারের দেবতা 'আমন', প্রধান দেবতায় পরিণত হয়। এই
সময় ধর্ম বিদ্রোহের আশংকায় পুরোহিতরা আমন-এর সাথে রা দেবতার সমন্বয় করে, নতুন
নামকরণ হয় আমন-রা।
অন্যদিকে হেলিওপোলিস নগরীতে 'রা' দেবতাকে সাধারণভাবে সম্বোধন করা হতো আতেন-রা। আতেন শব্দটি তখন ব্যবহৃত হতো সূর্য-গোলক অর্থে। কালক্রমে আতেন এবং রা একই দেবতার দুটি নামে পরিণত হয়। মিশরের অষ্টাদশ ফারাও রাজবংশের রাজা আখেনআতেন সিংহাসন লাভের পর আমন দেবতার স্থলে আতেন কে প্রধান দেবতা করেন এবং তাঁকে ভিন্নভাবে উপস্থাপন করেন। আখেনআতেন আতেনকে সমস্তজগতের প্রভু হিসেবে উপস্থাপন করে।
সূত্র :
http://ancientegyptonline.co.uk