হোরাস
হাইরোগ্লিফ
ইংরেজি
: Horus

প্রাচীন মিশরীয় সংস্কৃতির উচ্চভূমিতে অবস্থিত রাজধানী নেখেন অঞ্চলের পৌরাণিক দেবতা। এছাড়া এই দেবতা বিশেষভাবে পূজিত হতেন প্রাচীন এডফু শহরে।

হোরাস ছিলেন আকাশ দেবতা। প্রাচীন মিশরে এই দেবতার নাম ছিল হেরু, হোর, হার ইত্যাদি। এর অর্থ ছিল মুখমণ্ডল। এর গ্রিক নাম হোরাস।

আদি মিশরীয় জনগোষ্ঠীর কাছে ফ্যালকন বা বাজপাখি দেবতা হিসেবে পূজিত ছিলেন। একে মান্য করা হতো আকাশের দেবতা হিসেবে। এর দুই চোখ ছিল চন্দ্র ও সূর্য।

মিশরীয়দের আন্তগোষ্ঠীর মধ্যে বিজয়ী রাজ দেবতার মতো ভক্তি পেতো সাধারণ মানুষের কাছে। একসময় মিশরীয়রা ভাবতে শুরু করেছিল, হোরাস রাজ তার প্রিয় রাজাকে যুদ্ধে বিজয়ী করেন। কালক্রমে দখলকারী রাজার নামের সাথে হোরাস শব্দ ব্যবহার করতেন। মনুষ্য রাজার সাথে ফ্যালকনরূপী দেবতার সংমিশ্রণে হোরাসে হয়ে উঠেছিলেন ফ্যালকন-মুখী দেবতা।

হোরাসকে মিশরীয় পুরাণে নানাভাবে পাওয়া যায়। আদি পুরাণ অনুসারে জানা যায়, হোরাস ছিলেন মাতৃত্ব, যাদু এবং ঊর্বরতার দেবী আইসিস-এর পুত্র।