গেব তাঁর দুই পুত্রের ভিতর রাজত্ব ভাগ করে দেন। এই ভাগ অনুসারে সেথ্ পান মিশরের উত্তর ভাগ এবং ওসিরিস পান দক্ষিণ ভাগ। কিন্তু সেথ্ এই ভাগাভাগি অস্বীকার করে, পুরো মিশরই দাবী করে বসেন। পরে গেব সেথ্কে মন্দ শাসক বিবেচনা করে ওসিরিসকে পুরো রাজ্য দান করেন। রাজ্য লাভের পর ওসিরিস আইসিসের হাতে রাজ্য পরিচালনার ভার দিয়ে রাজ্য জয়ে বের হন। কিছুদিন পর ওসিরিস রাজ্যে ফিরে এলে সিংহাসনের উপরই সেথ্ ওসিসরিসকে হত্যা করেন। অন্য মতে সেথ্ ওসিরিসকে হত্যা করেছিল এ্যাবিডেজের নিকটবর্তী নেদিতে। সেথ্ ওসিরিসের দেহকে চৌদ্দ টুকরো করে নীল নদে নিক্ষেপ করেছিলেন। এর পরে নেফ্থিস ও আইসিস মৃতদেহ উদ্ধার করে নতুন জীবন দান করেন। এরপর আইসিস তাঁর পুত্র হোরাসকে নিয়ে একটি দ্বীপে লুকিয়ে থাকেন। সেথ্ এদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার উদ্যোগ নিলে ওই দ্বীপ থেকে পালিয়ে যান। এইভাবে পালিয়ে বেড়ানোর এক পর্যায়ে একটি বিষাক্ত সাপ হোরাসকে দংশন করে। এই বিষ থেকে হোরাসকে কেউ রক্ষা করতে সমর্থ না হলে‒ থোথ্ হোরাসকে রক্ষা করেন।