নুৎ
Nut
মিশরে পৌরাণিক কাহিনি মতে-আকাশের দেবী। চিত্রকর্মে এই দেবতার মাথার উপরে একটি পত্র দেখা যায়। তাঁর
এক হাত খালি এবং অন্য হাতে আঙ্খ।
নুতের পিতা
শু ছিলেন বায়ুমণ্ডল ও শুষ্ক বায়ুর দেবতা। আর মায়ের
নাম ছিল
তেফনুৎ।
আদি এই দেবী ছিলেন নগ্ন। তিনি পৃথিবীর দেবতা এবং তাঁর ভাই
গেবকে
বেষ্টন করে ছিলেন। প্রাচীন
মিশরীয় পুরাণে নুৎকে
গেবের স্ত্রী
হিসেবে উল্লেখ করা হয়েছে। এঁর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন-
ওসিরিস
(পুত্র), আইসিস
(কন্যা),
সেৎ (পুত্র)
ও
নেফথিস
(কন্যা)।