গেব
Geb
অন্যান্য নাম: Seb, Keb, Kebb, Gebb

মিশরে পৌরাণিক কাহিনি মতে-পৃথিবীর দেবতা। চিত্রকর্মে এই দেবতার মাথার উপরে হাঁস দেখা যায়। কোনো কোনো চিত্রে দেখা যায় মানুষের মাথার পরিবর্তে রয়েছে সাপের চিত্র। এই কারণে অনেক সময় গেবকে সাপের জন্মদাতা হিসেবে বিবেচনা করা হয়।

গেবের পিতা শু ছিলেন বায়ুমণ্ডল ও শুষ্ক বায়ুর দেবতা। আর মায়ের নাম ছিল তেফনুৎ

এর গায়ের রঙ সবুজ। মূলত এই সবুজ রঙটি উদ্ভিদ বা জীবনের প্রতীক। এক হাতে রয়েছে আঙ্খ, অপর হাতে রয়েছে একটি দীর্ঘ দণ্ড।

প্রাচীনবাসীরা মনে করতেন যে, তিনি যখন হাসেন তখন ভূমিকম্প হয়। এবং তাঁর অনুমোদনে শস্য ফলে।  

আদি এই দেবতাকে বেষ্টন করে রয়েছে আকাশের দেবী
নুৎ। এই দেবী ছিলেন গেবের স্ত্রী। এঁদের সন্তানরা ছিলেন-  ওসিরিস (পুত্র), আইসিস (কন্যা), সেৎ (পুত্র) নেফথিস (কন্যা)

গেব তাঁর দুই পুত্র ওসিরিস এবং সেথের ভিতরে মিশরকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন। এই ভাগাভাগিতে ওসিরিস পেয়েছিলেন মিশরের নিম্নভাগ এবং সেথ পেয়েছিলেন মিশরের নিম্নভাগ।  
সূত্র: