ওসিরিস
Osiris
অন্যান্য নাম: Usiris, Oser, Usire, Asar, Aser, Ausar, Ausir, Wesir, Ausare
মিশরে পৌরাণিক কাহিনি মতে- মৃত্যু ও কৃষির দেবতা। এছাড়া তিনি ছিলেন পাতাল পুরীর শাসক এবং পুনর্জীবন
ও অনন্ত জীবনদানকারী দেবতা।
এই দেবতার চিত্রকর্মে- মাথায় শ্বেতবর্ণের
দীর্ঘ মুকুট দেখা যায়, মুকুটের উভয় পার্শ্বে রয়েছে লাল পালক। গায়ের রঙ সবুজ। থুনির নিচে রয়েছে লম্বা দাড়ি।
দাড়ির অগ্রভাগ বাঁকানো। দেহাবয়বের অনেকাংশ মমির মতো আবরিত।
এর পিতা ছিলেন ধরিত্রী দেবতা
গেব এবং মা ছিলেন আকাশের দেবী
নুৎ। এর ভাই
সেৎ ছিলেন ঝড়, মরুভূমি ও অন্ধকারে দেবতা।
বোনের নাম ছিল
নেফথিস ও
আইসিস। তিনি তাঁর বোন
আইসিসকে বিবাহ করেছিলেন।
আইসিসের
গর্ভে জন্মগ্রহণ করেছিলেন
হোরাস।। পরে
নেফথিসের সাথে
বিবাহ হয়। এই স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আনুবিস।
গেব তাঁর দুই পুত্রের ভিতর রাজত্ব ভাগ করে দেন।
এই ভাগ অনুসারে
সেৎ
পান মিশরের উত্তর ভাগ এবং ওসিরিস পান দক্ষিণ ভাগ। কিন্তু
সেৎ
এই ভাগাভাগি অস্বীকার করেন এবং পুরো মিশরই দাবী করে বসেন। পরে
গেব
সেৎকে মন্দ শাসক
বিবেচনা করে ওসিরিসকে পুরো রাজ্য দান করেন।
রাজ্য লাভের পর ওসিরিস
আইসিসের হাতে
রাজ্য পরিচালনার ভার দিয়ে রাজ্য জয়ে বের হন। কিছুদিন পর ওসিরিস রাজ্যে ফিরে এলে
সিংহাসনের উপরই
সেৎ ওসিসরিসকে হত্যা করেন। অন্য মতে সেথ্ ওসিরিসকে হত্যা করেছিল এ্যাবিডেজের
নিকটবর্তী নেদিতে।
সেৎ
ওসিরিসের দেহকে চৌদ্দ টুকরো করে নীল নদে নিক্ষেপ করেছিলেন।
এরপরে
নেফথিস ও
আইসিস মৃতদেহ উদ্ধার করে নতুন জীবন দান করেন।
কিন্তু এই ঘটনা এঁরা সঙ্গোপনে করেছিলেন। এই সময়
আইসিস তাঁর পুত্র
হোরাস
ছিলেন বালক।
সেৎ-এর
ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য
আইসিস তাঁর পুত্র
হোরাসকে
একটি দ্বীপে লুকিয়ে থাকেন।
সেৎ- এদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার
উদ্যোগ নিলে ওই দ্বীপ থেকে পালিয়ে যান। এইভাবে পালিয়ে বেড়ানোর এক পর্যায়ে একটি
বিষাক্ত সাপ
হোরাসকে দংশন করে। এই বিষ থেকে
হোরাসকে রক্ষা
করেছিলেন
থোথ্।
পরে
হোরাস
বড় হয়ে
সেৎকে হত্যা করে মিশরের সিংহাসন লাভ করেন। এরপর ওসিরিস পাতালপুরীর শাসনের ভার গ্রহণ করেন।