তেফনুৎ
Tefnut
মিশরে পৌরাণিক কাহিনি মতে- আর্দ্র বাতাস, শিশির ও বৃষ্টির দেবী
এঁর পিতা ছিলেন সূর্য দেবতা
রা।
আর মা ছিলেন লুসাসেট। এঁর অন্যান্য
ভাই-বোনরা ছিলেন
শু, হ্যাথোর, সেখমেৎ ও বাস্টেট।
শু তাঁর বোন তেফনুৎকে বিবাহ
করেছিলেন। এঁদের সন্তান ছিলেন- পৃথিবীর দেবতা
গেব এবং নুৎ।
এঁর পিতা
রা-কে মান্য করা হতো জীবন্ত সকল কিছুর জনক হিসেবে। তাঁর চোখ থেকে ঝরে পড়া অশ্রু থেকে জন্ম নিয়েছিল সকল
জীবন্ত সত্তা। একদিন
রা-এর চোখ থেকে অশ্রু-নির্গত বন্ধ হয়ে যায়। সৃষ্টির বিপর্যয় রোধের জন্য,
তাঁর পুত্র
শু এবং কন্যা
তেফনুৎকে
চোখের পিছনে আঘাত করতে বলেন। এঁদের আঘাতে পুনরায় অশ্রু ঝরা শুরু হয়। এই অশ্রু থেকে জন্ম নিয়েছিল মানুষ।