প্রাচীন গ্রিক
Ὀρεάδες / Όρεστιάδες>ইংরেজি
Oreadবা
Orestiad
গ্রিক
পৌরাণিক কাহিনিতে বর্ণিত এক শ্রেণির স্থলচর পরী বিশেষ। এই শ্রেণির পরীরা বসবাস
করতো পার্বত্য অঞ্চলে, পাহাড়ি সংকীর্ণ উপত্যাকায় বা বা কোন প্রসস্থ স্থলভূমিতে।
তবে পাহাড়ি পরী হিসেবে এরা বিশেষভাবে পরিচিত ছিল। এদের বেশিরভাগ বাস করতো আইডা
পাহাড় এবং তৎসংলগ্ন পাহাড়ি অঞ্চলে। এঁরা আর্তিমিস-এর শিকারের সহচরী ছিল।
গ্রিক পৌরাণিক কাহিনিতে যে সকল ওরিডের নাম পাওয়া যায়, সেগুলো হলো―ইকো
, ঈনোনে,
প্লিয়াডিজ ব্রিটোমার্টিজ, সাইনোসুরা।