ওরিড/ওরেস্টিয়াড
প্রাচীন গ্রিক Ὀρεάδες / Όρεστιάδες>ইংরেজি Oread বা Orestiad

ি পৌরাণিক কাহিনিতে বর্ণিত এক শ্রেণির স্থলচর পরী বিশেষ। এই শ্রেণির পরীরা বসবাস করতো পার্বত্য অঞ্চলে, পাহাড়ি সংকীর্ণ উপত্যাকায় বা বা কোন প্রসস্থ স্থলভূমিতে। তবে পাহাড়ি পরী হিসেবে এরা বিশেষভাবে পরিচিত ছিল। এদের বেশিরভাগ বাস করতো আইডা পাহাড় এবং তৎসংলগ্ন পাহাড়ি অঞ্চলে। এঁরা আর্তিমিস-এর শিকারের সহচরী ছিল।
 
গ্রিক পৌরাণিক কাহিনিতে যে সকল ওরিডের নাম পাওয়া যায়, সেগুলো হলো
ইকো , ঈনোনে, প্লিয়াডিজ  ব্রিটোমার্টিজ, সাইনোসুরা
 


সূত্র :
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969