১৮৮৭ খ্রিষ্টাব্দে Alexandre Cabanel, -এর অঙ্কিত ইকোর ছবি |
ইকো
গ্রিক পৌরাণিক কাহিনি মতে― জনৈকা পার্বত্যা দেবী। কোনো কোনো মতে ইনি ছিলেন ওরিড শ্রেণির পরী। ইনি নিজের কণ্ঠস্বরকে খুব ভালোবাসতেন। জিউস পরীদের সাথে প্রেম করার জন্য মাঝে-মধ্যে মর্তে নেমে আসতেন। ফলে জিউস-পত্নী হেরা ঈর্ষান্বিত হয়ে জিউস-এর খোজ খবর নেয়ার জন্য জিউস-এর পিছু নিতেন। ইকো সব সময় হেরার এই অনুসন্ধানী দৃষ্টি থেকে তাঁর পরী-বান্ধবীদের রক্ষা করা চেষ্টা করতেন। যখনই ইনি জিউস ও পরীদের মিলন হাতে-নাতে ধরার জন্য হেরা মর্তে নেমে আসতেন, তখন ইকো তাঁর সাথে গল্প জুড়ে দিতেন। এই অবসরে জিউস পালিয়ে যেতে সক্ষম হতেন। ইকোর দ্বারা এইভাবে প্রতারিত হওয়ার কারণে, হেরা তাঁকে একটি অভিনব শাস্তি দিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু মানুষের কথার শেষাংশ বলতে পারবে।
ইতোমধ্যে ইকো নার্সিসাস নামক একটি সুদর্শন মানবপুত্রের প্রেমে পড়েন। উল্লেখ্য, নার্সিসাস এতটাই সুদর্শন ছিল যে, যে কোন মেয়ে তাঁকে দেখার সাথে সাথে প্রেমে পড়ে যেতেন। কিন্তু নার্সিসাস কাউকেই পাত্তা দিতেন না। ইকো নার্সিসাস-এর সাথে কোন কথা বলতেন না, কিন্তু আড়াল থেকে নিঃশব্দে অনুসরণ করতেন এবং শুধুই তাঁকে দেখতেন। ইকোর এই অনুসরণ, নার্সিসাস অনুমান করতে পেরেছিলেন। একবার নার্সিসাস যখন চিৎকার বললেন যে, কেউ আছে এখানে? উত্তরে নার্সিসাস শুধু শুনতে পেলেন― এখানে এখানে এখানে। একসময় নার্সিসাস-এর অনুরোধে ইকো তাঁর সামনে এলেন, কিন্তু কোন কথা বলতে পারলেন না। কিন্তু হাতের ইঙ্গিত ইকো তাঁর ভালোবাসার কথা জানালেন। অবশেষে নার্সিসাস বিরক্ত হয়ে, ইকোর প্রেম প্রত্যাখ্যান করলেন। এরপর ইকো প্রেমের দেবী এ্যাফ্রদাইতির কাছে গিয়ে তাঁর মৃত্যু কামনা করলেন। এ্যাফ্রদাইতি উত্তরে জানালেন যে, তিনিই তাঁর (ইকোর) কণ্ঠস্বর খুবই পছন্দ করেন। তাই ইকোর কণ্ঠস্বর যাতে অমর হয়, এ্যাফ্রদাইতি তার ব্যবস্থা করে দিলেন। এই কারণে, বদ্ধ ঘরে পাহাড় ঘেরা প্রান্তরে মানুষ কথা বললে যে প্রতিধ্বনি শুনতে পায়, মূলত ইকোর কণ্ঠস্বর।
অন্যমতে ইকো ছিলেন নাচ-গানে অত্যন্ত পটু। এই কারণে তিনি প্রত্যেককেই অবজ্ঞা করতেন। এই কারণে, ইকোকে হত্যা করার জন্য প্যান তাঁর অনুচরদেরকে নির্দেশ দিলেন। অনুচরেরা ইকোকে টুকরো টুকরো করে পৃথিবীতে ছড়িয়ে দিলেন। এরপর ধরিত্রী দেবী গেইয়া ইকোর এই দেহের টুকরোগুলো কুড়িয়ে নিলেন। এরপর থেকে প্রতিধ্বনির বিষয়টি চালু হয়। কারো কারো মতে―আর্কেডিয়ায় প্যান বেড়াতে এলে, ইকো তাঁর সাথে মিলিত হন এবং আয়াম্বি নামক একটি কন্যার জন্ম হয়েছিল।
সূত্র :
http://www.paleothea.com/
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969