১৯০৩ খ্রিষ্টাব্দে John William Waterhouse, -এর অঙ্কিত ইকো ও নার্সিসাস-এর ছবি।

নার্সিসাস
গ্রিক Ἠχώ>ইংরেজি Echo>বাংলা ইকো।

গ্রিক পৌরাণিক কাহিনি মতে জনৈক সুদর্শন মানুষ। ইনি নদী দেবতা সেফিসাসের ঔরসে জলপরী লিরিওপে-এর গর্ভে জন্ম গ্রহণ করেন। ইনি অত্যন্ত নিখুঁত রূপবান পুরুষ ছিলেন। তাঁর জন্মের পরপরই ভবিষ্যত্বক্তা টেইরেসিয়াস লিরিওপেকে বলেন যে এই সন্তান যদি নিজের রূপ নিজে না দেখে, তাহলে দীর্ঘজীবী হবে।

নার্সিসাস যাতে নিজের চেহারা সম্পর্কে জানতে না পারে, তার জন্য লিরিওপে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করলেন। কিন্তু বড় হয়ে উঠার পর নার্সিসাস যখন বাইরে বের হওয়া শুরু করলেন, তখন তাঁকে দেখা মাত্র মেয়েরা তাঁর প্রেমে পড়তেন এবং ছেলেরা তাঁকে ঈর্ষা করতেন। ফলে তাঁর নিজের চেহারা না দেখেই নিজের রূপের বিষয়ে অহঙ্কারী হয়ে উঠলেন। সে কারণে ইনি বন্ধু-বান্ধবহীন হয়ে একা একা ঘুরে বেড়াতেন। শেষ পর্যন্ত তিনি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারতেন না।

একদিন নার্সিসাস একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এমন সময়, জলপরী ইকো তাঁকে দেখে প্রেমে পড়েন এবং নিঃশব্দে তাঁকে অনুসরণ করতে থাকেন। উল্লেখ ইকো হেরা'র অভিশাপনিজে কোন কথা বলতে পারতেন না, কিন্তু অন্যের কথা প্রতিধ্বনি আকারে ফিরিয়ে দিতে পারতেন।

একদিন নার্সিসাস বুঝতে পারলেন যে, তাঁকে কেউ অদৃশ্যভাবে অনুসরণ করে চলেছেন। নার্সিসাস কৌতুহল বশত জিজ্ঞাসা করলেন- এখানে কেউ আছে? উত্তরে নার্সিসাস শুনলেন একটি শব্দ প্রতিধ্বনির মতো শুনলেন এখানে, এখানে এখানে। নার্সিসাস এইভাবে উত্তর পেয়ে অত্যন্ত বিস্মিত হলেন এবং এরপর আরও কিছু প্রশ্ন করলেন এবং উত্তর হিসাবে তাঁর কথাই প্রতিধ্বনিত  নারীকণ্ঠে ফিরে এলো। একসময় নার্সিসসের অনুরোধে ইকো তাঁর সামনে এলেন, কিন্তু কোন কথা বলতে পারলেন না। কিন্তু হাতের ইঙ্গিত ইকো তাঁর ভালোবাসার কথা জানালেন। অবশেষে নার্সিসস বিরক্ত হয়ে, ইকো'র প্রেম প্রত্যাখ্যান করলেন।

এর কিছুদিন পর নার্সিসাস তাঁর নিজের চেহারা আমেনিয়াস নদীর স্বচ্ছ পানির মধ্যে দেখে, নিজেই নিজের প্রেমে পড়ে যান। এরপর তাঁর নিজের সুন্দর চেহারা দেখে দেখে খাদ্য-পানীয়হীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রেমিকের এরূপ মৃত্যুতে ইকো শোকাহত হন। কথিত আছে ইকো ব্যর্থ প্রেমের দীর্ঘশ্বাস এখনো বাতাসে ভেসে বেড়ায়।


সূত্র :
http://www.paleothea.com/
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969