সেফিসাস
গ্রিক Κηφισός>ইংরেজি Cephissus >বাংলা পোন্টাস।
 

গ্রিক পৌরাণিক কাহিনি মতে ইনি ছিলেন নদী-দেবতা। পোন্টাস-এর ঔরসে থালাস্সার গর্ভে এই দেবতার জন্ম হয়েছিল।

 

এই দেবতার ঔরসে জনৈকা জলপরী লিরিওপে'র গর্ভে নার্সিসাস-এর জন্ম হয়েছিল।