Constanţa Museum of National History |
পোন্টাস
গ্রিক Πόντος >ইংরেজি
Pontus বা
Pontos>বাংলা পোন্টাস।
গ্রিসের প্রাক্-অলিম্পীয়
পৌরাণিক কাহিনি মতে― ইনি ছিলেন সমুদ্র-দেবতা।
প্রাচীন
গ্রিক
কবি
হেসিওড-এর
মতে, এর মতে, ইনি ছিলেন
গেইয়ার
সন্তান।
গেইয়া কোনো পুরুষ সংসর্গ ছাড়াই এই দেবতার জন্ম দিয়েছিলেন।
পোন্টাস
পরিণত বয়সে পৌছুলে
গেইয়া
তাঁর সাথে মিলিত হন। এঁদের সন্তান ছিলেন
সেটো,
ফোর্কিস,
ইউরিবিয়া,
নিরিয়াস এবং থাউমাস।
সাগরের দেবী থালাস্সা-র সাথে মিলিত হলে, থালাস্সার গর্ভে নদী দেবতা সেফিসাস-এর জন্ম হয়।