ফোর্কিস

গ্রিক  Φόρκυς>ইংরেজি
Phorcys>বাংলা ফোর্কিস।

প্রাক্-অলিম্পীয় পৌরাণিক কাহিনি মতে, ইনি ছিলেন সমুদ্র দেবতা। পোন্টাস-এর ঔরসে গেইয়া'র গর্ভে জন্মগ্রহণ করেন। এর শরীরে পিছনের অংশ মাছের লেজের মতো ছিল। এর চারটি পা ছিল কাঁকড়ার মতো এবং শরীর ছিল লাচে কাঁটায় ভরা।

এঁর স্ত্রীর নাম ছিল
সেটো। উল্লেখ্য সেটো ছিল ফোর্কিসের সহোদরা। এদের সন্তানরা ছিল দানব। এদেরকে একত্রে বলা হতো- ফোর্কিডেস (Phorcydes)। এই সন্তানদের মধ্যে রয়েছে গ্রিক পুরাণের বিখ্যাত গোর্গোন (কন্যাত্রয়),  গ্রেয়ে (তিনকন্যা)।