lmessecar-এর ছবি

গ্রেয়ে
ইংরেজি : Graeae>বাংলা গ্রেয়ে

গ্রিক পৌরাণিক কাহিনি মতে ফোর্কিস-এর ঔরসে ও সেটোর গর্ভে জন্মগ্রহণকারিণী তিনটি যাদুকন্যা। এদের একত্রে গ্রেয়ে নামে অভিহিত করা হয়। এই বিচারে এঁরা গোর্গোনদের বোন ছিল। 

হেসিয়োড এই তিনকন্যা সম্পর্কে উল্লেখ করেছেন। জন্মসূত্রে এদের তিনজনের জন্য ছিল একটি চোখ ও একটি দাঁত। এগুলো তারা ভাগাভাগি করে ব্যবহার করতো। এই তিনজনের নাম ছিল-
১. ডেনিও : গ্রিক
Δεινώ>ইংরেজি Deino>বাংলা ডেনিও এই নামের অর্থ ভীতিজনক। ভয় উৎপাদক হিসাবে এর কুখ্যাতি ছিল।

২. এনিও : গ্রিক
Ένυώ>ইংরেজ Enyo>বাংলা এনিও। নগরে ভীতি সঞ্চারণকারিণী কুখ্যাত ছিল।

৩. পেম্‌ফ্রেদো : গ্রিক
Πεμφρηδώ>ইংরেজি Pemphredo>বাংলা পেম্‌ফ্রেডো। এ ছিল সতর্ককারিণী।

মেডুসার বাসস্থান সম্পর্কে জানার জন্য পার্সেয়ুস এঁদের কাছে আসেন। পার্সেয়ুস  প্রথমেই এঁদের চোখ কেড়ে নেন। এই বৃদ্ধারা তাঁদের চোখ ফিরিয়ে দেবার জন্য কাকুতি মিনতি করতে থাকলে, পার্সেয়ুস  শর্ত দিলেন যে, মেডুসার সন্ধান দিলে তিনি চোখ ফিরিয়ে দেবেন। এরপর এঁরা পার্সিয়ুসকে মেডুসার বাসস্থানের সন্ধান দিলে, তিনি তাদের চোখ ফিরিয়ে দিয়ে মেডুসার দেশে পৌঁছান।