সেটো

গ্রিক
Κητώ> ইংরেজি Ceto>বাংলা সেটো।

প্রাক্-অলিম্পীয় পৌরাণিক কাহিনি মতে, পোন্টাস-এর ঔরসে গেইয়া'র গর্ভে জন্মগ্রহণ করেন। সাগর-দানবী হিসাবে এর পরিচিতি পাওয়া যায়।

এঁর স্বামী নাম ছিল ফোর্কিস। উল্লেখ্য সেটো ছিল ফোর্কিস-এর সহোদরা। এদের সন্তানরা ছিল দানব। এদেরকে একত্রে বলা হতো- ফোর্কিডেস (Phorcydes)। এই সন্তানদের মধ্যে রয়েছে গ্রিক পুরাণের বিখ্যাত গোর্গোন কন্যাত্রয় (মেডুসা, ) এবং তার অপর দুই বোন। এ ছাড়া তার অন্যান্য সন্তানরা ছিল-  এই সন্তানদের মধ্যে রয়েছে গ্রিক পুরাণের বিখ্যাত গোর্গোন (কন্যাত্রয়),  গ্রেয়ে (তিনকন্যা)।