গেইয়া

Marcia Snedecor. কর্তৃক অঙ্কিত ছবি

ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
গ্রিক
Γαiα এর অর্থ ভূমি বা পৃথিবী। এর ইংরেজি বানান Gaia, Gaea। সংক্ষেপে ge ga

গ্রিক পৌরাণিক দেবী। গ্রিক পৌরাণিক কাহিি মতে  সৃষ্টির আদিতে শুন্যতা থেকে কুয়াশা এবং সেখান থেকে জন্ম নিয়েছিল ক্যায়োস নামক আদি দেবতা। আর ক্যায়োস থেকে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবী ও উর্বরতার দেবী গেইয়া। গ্রিক কবি হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে- সবার আগে ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে ক্যায়োস জন্ম দেন পাঁচজন আদি দেবতাকে। এই পাঁচজন হলেন- নিক্স, গেইয়া, এরেবাস, টার্টারাস এবং এরস

গেইয়া তাঁর পুত্রকে ইউরোনাসকে প্রথম স্বামী হিসাবে গ্রহণ করেন। হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে–   প্রতি রাত্রিতে ইউরেনাস গেইয়ার সাথে মিলিত হতেন। এর ফলে গেইয়ার গর্ভে প্রথমে জন্মেছিল এক চক্ষু বিশিষ্ট তিনটি দানব। গ্রিক পুরাণে এরা সাইক্লোপস্ নামে অভিহিত হয়ে থাকে। এদের নাম হলো- ব্রোন্টেস, স্ট্রেপেস ও আর্গেস। গ্রিক অন্যান্য সাহিত্যে পলিফেমাস নামক আর একজন সাইক্লোপস্-এর নাম পাওয়া যায়। এই সন্তানদের নিয়ে ইউরেনাস সন্তুষ্ট ছিলেন না। ইউরেনাসের ঔরসে গেইয়ার অন্যান্য সন্তানরা ছিলেন হেকাটোঙ্কি নামক দানবসমূহ এবং টাইটান। এ ছাড়া  আরও যে সকল সন্তানদের নাম পাওয়া যায়, তা হলো- নেমে, মেলেটে, এ্যায়োডে, জাইগ্যান্ট, এরিনিস, মেলিয়াএ, মিউজদের। অন্য মতে ক্রোনাস তাঁর পিতার অণ্ডকোষসহ লিঙ্গ কেটে সমুদ্রে নিক্ষেপ করেন। ইউরেনাসের ক্ষত স্থান থেকে ঝরে পড়া রক্ত হতে উৎপন্ন হয়- তিন অপদেবী। এই অপদেবীরা হলেন- এ্যালেক্টা, টিসিফোন ও মেগারা।  এছাড়া জন্ম নিয়েছিল- মেলিয়া নামক এক এ্যাশ-গাছের পরী।

একবার সাইক্লোপরা
ইউরেনাসের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইউরেনাস  তাঁর এই বিদ্রোহী সন্তানদের নির্বাসন দেন পাতালের টার্টারাস অঞ্চলে। এ নিয়ে গেইয়ার সাথে ইউরেনাসের মনোমালিন্য হয়। পরে গেইয়ার পরামর্শে ক্রোনাস তাঁর পিতা ইউরেনাসের জননাঙ্গ ছেদন করেন এবং দেবরাজ্য অধিকার করেন। আবার ক্রোনাসের পুত্র জিউসের জন্মকালে ক্রোনাসের ক্রোধ থেকে জিউসকে রক্ষা করেছিলেন। উল্লেখ্য, জন্মের পর জিউসের মা রিয়া, জিউসকে নেডা নদীতে স্নান করান এবং  এরপর ক্রোনাসের  ভয়ে ইনি গেইয়ার হাতে জিউসকে তুলে দেন। এই সময় ক্রোনাস  যখন রিয়ার কাছে এই ষষ্ঠ সন্তানটি নিতে এলেন, রিয়া তখন একটি পাথর কাপড়ে মুড়ে ক্রোনাসের হাতে তুলে দিলেন। ক্রোনাস কোনো বিবেচনা না করেই সন্তান মনে করে এই পাথরটি গিলে ফেলে পরম তৃপ্তিতে সেখান থেকে চলে যান। রপর গেইয়া জিউসকে ক্রিটের  লাইসিয়া-তে  নিয়ে সেন এবং এই দ্বীপের অজিয়ন পাহাড়ের ডিক্ট নামক গুহায় লুকিয়ে রাখেন। এই সময় গেইয়া দুটো পরীর উপর জিউসের প্রতিপালনের ভার দেন।

গেইয়ার সন্তানসন্ততি :
হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে- প্রতি রাত্রিতে
ইউরেনাস  গেইয়ার সাথে মিলিত হতেন। প্রথমে জন্মেছিল সাইক্লপ নামক এক চক্ষু বিশিষ্ট দানব। এদের নাম হলো- ব্রোন্টেস, স্ট্রেপেস ও আর্গেস। এই সন্তানদের নিয়ে ইউরেনাস  সন্তুষ্ট ছিলেন না। এর পরে গেইয়া সাথে মিলিত হলে জন্ম হলো- ৩টি শত হস্ত এবং অর্ধশত মস্তক বিশিষ্ট দানব। নাম ছিল-  ব্রিয়ারেস, কোট্টুস, গিগেস। এদেরকে বলা হতো হেকাটোঙ্খেইরেস। এরা মানুষের উপর অত্যাচার করতো।

এরপর ইনি
গেইয়ার সাথে মিলিত হলে, একে একে ১২ সন্তান জন্মে। এরা টাইটান নামে পরিচিতি লাভ করে। এরাই মূলত দেবতাদের উত্তরসূরী হিসাবে বিবেচিত হয়ে থাকে। এই ১২ জন টাইটানের নাম ছিল-  ক্রিয়াস, কোয়েসাস, ক্রোনাস, ওসিনাস, হাইপেরিয়ান
আয়াপিটাস, নিমোসিনি, ফিবি, রিয়া, টেথিস, থেইয়া এবং থেমিস

ইউরেনাস  ছাড়া অন্যান্য পুরুষের ঔরসে যে সকল সন্তানের জন্ম দেন, তার তালিকা নিচে দেওয়া হলো।


সূত্র :
http://www.paleothea.com/
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/