ক্যায়োস
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

ক্যায়োসের প্রতীক

প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে আদি দেবতা। গ্রিক χάος khaos শব্দের অর্থ ছিল শূন্যতা। এই শব্দ গৃহীত হয়েছিল ইন্দো-ইউরোপীয় শব্দ ghn বা ghen শব্দ থেকে। এর অর্থ ছিল ফাঁক বা ফাঁকা। খ্রিষ্টান-যুগে এর অর্থ নেওয়া হয়েছিল  বিশৃঙ্খলা অর্থে। আধুনিক গ্রিক ভাষায়  উচ্চারণ হয় অনেকটা ইংরেজি house শব্দের মতো। কিন্তু প্রাচীন গ্রীক উচ্চারণে এটি ছিল kh-a-oss। ইংরেজিতে এর বানান Chaos

গ্রিক পৌরাণিক কা
হিনি অনুসারে  সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিশৃঙ্খল ও অন্ধকারাচ্ছন্ন ছিল। এই অবস্থা থেকে উৎপন্ন হয়েছিল ক্যায়োস নামক দেবতার। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনী মতে- ক্যায়োস থেকে নগ্ন অবস্থায় জন্ম নিয়েছিল ইউরোনোমে ওফিয়োন। পরে ইউরোনোমে থেকে অন্যান্য সবকিছুর জন্মগ্রহণ সৃষ্টি হয়েছিল। গ্রিক লেখক এ্যারিস্টোফ্যানেস (৪৪৭-৩৮৬ খ্রিষ্ট-পূর্বাব্দ) -এর মতে, সৃষ্টির আদিতে ক্যায়োস, নিক্স, এরেবাস এবং টার্টারাস জন্মগ্রহণ করেছিলেন। এরেবাসের সাথে মিলিত হয়ে নিক্স একটি ডিম প্রসব করেন। এই ডিম থেকে জন্ম নিয়েছিলেন এরস।  গ্রিক কবি হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে- সবার আগে ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে ক্যায়োস জন্ম দেন পাঁচজন আদি দেবতাকে। এই পাঁচজন হলেন- নিক্স, গেইয়া, এরেবাস, টার্টারাস এবং এরস। হাইগনস (২০০ খ্রিষ্টাব্দ) -এর মতে  আদিতে বিশ্বচরাচর কুয়াশাচ্ছন্ন ছিল এবং সে  কুয়াশা থেকে ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে ক্যায়োস জন্ম দেন চারজন দেবদেবী। এঁরা ছিলেন নিক্স, এরেবাস, হেমেরা ও ঈথার


সূত্র :

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/