নিক্স
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

William-Adolphe Bouguereau (1825-1905)-এর অঙ্কিত ছবি।

গ্রিক Νύξ, শব্দের অর্থ হলো রাত্রি। রোমান অনুবাদে এর অর্থ নেওয়া হয়েছে, রাত্রির দেবী। ইংরেজি : Nyx

 গ্রিক কবি হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে সবার আগে ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে ক্যায়োস জন্ম দেন পাঁচজন আদি দেবতাকে। এই পাঁচজন হলেন- নিক্স, গেইয়া, এরেবাস, টার্টারাস এবং এরস। গ্রিক লেখক এ্যারিস্টোফ্যানেস (৪৪৭-৩৮৬ খ্রিষ্ট-পূর্বাব্দ) -এর মতে, সৃষ্টির আদিতে ক্যায়োস, নিক্স, এরেবাস এবং টার্টারাস জন্মগ্রহণ করেছিলেন।
    বিভিন্ন গ্রিক কাহিনিতে নিক্স-এর বহু সন্তানের নাম পাওয়া যায়। যেমন

হেসিওড-এর মতে - নিক্সের কন্যা হেমের দিনের দেবী। পৃথিবী এবং সাগরের তলদেশে অবস্থিত টার্টারাসে যখন হেমের প্রবেশ করেন, তখন নিক্স টার্টারাস ত্যাগ করেন। 

সূত্র :

http://www.paleothea.com/
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/