এরেবাস
গ্রিক
ˈɛrəbəs >ইংরেজি Erebus>বাংলা এরেবাস।

ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

গ্রিক পৌরাণিক দেবতা। এই নামের অর্থ অন্ধকার। এই কারণে একে অন্ধকারের দেবতা বলা হয়ে থাকে।  হেসিওডের Theogony গ্রন্থমতে- ইনি ক্যায়োস থেকে জন্মলাভ করেছিলেন। একই সাথে জন্মগ্রহণ করেছিলেন তাঁর বোন রাত্রি দেবী নিক্স। পরে উভয়ের বিবাহ হয়। এঁদের সন্তান ছিল ঊর্ধ্বাকাশের বায়ু দেবতা ঈথার, দিনের দেবী হেমেরা এবং মৃত-আত্মার পারপারকারী ক্যারন। আবার গ্রীক লেখক এ্যারিস্টোফ্যানেস (৪৪৭-৩৮৬ খ্রিষ্ট-পূর্বাব্দ) -এর মতে, এরেবাসের সাথে মিলিত হয়ে নিক্স একটি ডিম প্রসব করেন। এই ডিম থেকে জন্ম নিয়েছিল প্রেমের দেবতা এরস।  হাইগনস (২০০ খ্রিষ্টাব্দ) -এর মতে  আদিতে বিশ্বচরাচর কুয়াশাচ্ছন্ন ছিল এবং সে  কুয়াশা থেকে ক্যায়োস  জন্মগ্রহণ করেছিলেন। পরে ক্যায়োস জন্ম দেন চারজন দেবদেবী। এঁরা ছিলেন নিক্স,এরেবাস, হেমেরা ও ঈথার।


সূত্র :

http://www.paleothea.com/
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/

http://en.wikipedia.org/wiki/Eros