William
Adolphe Bouguereau. |
হেমেরা
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
গ্রিক দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
গ্রিক
Hμέρα (দিন)>ইংরেজি Hemera>বাংলা হেমেরা।
প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে–
দিনের দেবী।
হাইগনস (২০০ খ্রিষ্টাব্দ) -এর
মতে–
আদিতে বিশ্বচরাচর
কুয়াশাচ্ছন্ন ছিল এবং সে কুয়াশা থেকে ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে
ক্যায়োস জন্ম দেন চারজন দেবদেবী। এঁরা ছিলেন
নিক্স,
এরেবাস,
হেমেরা ও ঈথার। গ্রিক
কবি হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে- সবার আগে
ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন।
পরে ক্যায়োস জন্ম দেন পাঁচজন আদি দেবতাকে। এই পাঁচজন হলেন-
নিক্স,
গেইয়া,
এরেবাস,
টার্টারাস এবং
এরস।
এরপর
নিক্স-এর
সাথে
এরেবাস-এর
বিবাহ হয়। এই সূত্রে জন্মগ্রহণ করেছিলেন হেমেরা এবং
ঈথার।
হেসিওড-এর মতে -
নিক্সের কন্যা–
হেমেরা দিনের দেবী। পৃথিবী এবং সাগরের তলদেশে অবস্থিত টার্টারাসে যখন
হেমেরা প্রবেশ করেন, তখন নিক্স
টার্টারাস
ত্যাগ করেন।
হেমেরার বিবাহ হয়েছিল তাঁর ভাই
ঈথারের
সাথে। এঁদের সন্তানের নাম
থালাস্সা।
সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/