ঈথার
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

গ্রিক Αiθήρ>ইংরেজি Æthere, Aether>বাংলা ঈথার।
প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি অনুসারে
ইনি ঊর্ধ্বাকাশের দেবতা। হাইগনস (২০০ খ্রিষ্টাব্দ) -এর মতে  আদিতে বিশ্বচরাচর কুয়াশাচ্ছন্ন ছিল এবং সে  কুয়াশা থেকে ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে ক্যায়োস জন্ম দেন চারজন দেবদেবী। এঁরা ছিলেন নিক্স, এরেবাস, হেমেরা ও ঈথার। গ্রিক কবি হেসিওড-এর  (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে- সবার আগে ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে ক্যায়োস জন্ম দেন পাঁচজন আদি দেবতাকে। এই পাঁচজন হলেন- নিক্স, গেইয়া, এরেবাস, টার্টারাস এবং এরস। এরপর  নিক্স-এর সাথে এরেবাস-এর বিবাহ হয়। এই সূত্রে জন্মগ্রহণ করেছিলেন হেমেরা এবং ঈথার। পরে হেমেরা বিবাহ হয়েছিল ঈথারের সাথে। এঁদের সন্তানের নাম থালাস্সা।  এছাড়া গেইয়া সাথে ইনি মিলিত হলে ঈর্গিয়া  নামক দেবীর জন্ম হয়।


সূত্র