টার্টারাস
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
গ্রিক দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
গ্রিক Τάρταρος>ইংরেজি
Tartarus>বাংলা
টার্টারাস।
গ্রিক পৌরাণিক কাহিনিতে পাতালপুরীএবং তার অধিপতির নাম।
গ্রিক লেখক এ্যারিস্টোফ্যানেস
(৪৪৭-৩৮৬ খ্রিষ্ট-পূর্বাব্দ) -এর মতে,
সৃষ্টির আদিতে
ক্যায়োস–
নিক্স,
এরেবাস এবং টার্টারাস
জন্মগ্রহণ করেছিলেন। গ্রিক কবি হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে- সবার
আগে
ক্যায়োস জন্মগ্রহণ করেছিলেন। পরে
ক্যায়োস জন্ম দেন পাঁচজন আদি দেবতাকে। এই
পাঁচজন হলেন-
নিক্স,
গেইয়া,
এরেবাস,
টার্টারাস এবং
এরস।
ইউরেনাসের
পুরুষত্ব নষ্ট হওয়ার পর,
গেইয়া
টার্টারাস-এর সাথে মিলিত হলে কয়েকটি দানব সন্তান জন্মগ্রহণ করে। এদের নাম ছিল-
পোর্ফারিওন, একিনা ও
টাইফন। অন্য মতে
গেইয়ার
দৈত্য-সন্তানরা যখন সারা পৃথিবী জুড়ে অত্যাচার করা শুরু করলো,
তখন এই সন্তানদের ধ্বংস করার জন্য তিনি অন্য একটি সন্তান কামনা করলেন। এই কারণে ইনি
টার্টারাসের সাথে মিলিত হলে টাইফনের জন্ম হয়।
স্থান হিসাবে এর অবস্থান পৃথিবীর গভীর তলে। হেডসের পাতালপুরীর
অংশ হিসাবেই বিবেচিত হয়েছে কখনো কখনো।
হেসিওড স্বর্গ
থেকে বহু নিচে অবস্থিত অঞ্চল হিসাবে বর্ণনা করেছেন। তাঁর মতে- স্বর্গ থেকে একটি
ব্রোঞ্জ মুদ্রা নিক্ষেপ করলে,
পৃথিবীতে তা পৌঁছাতে নয় দিন সময় লাগে। একইভাবে পৃথিবী থেকে এই মুদ্রা পাতালে
পৌঁছাতে সময় নেয় নয় দিন। পাতালের এই অঞ্চলটি অন্ধকারময়,
গুমোট। এই অঞ্চল ঘিরে রয়েছে একটি ব্রোঞ্জ নির্মিত দেওয়াল। এই দেওয়ালকে বাইরের দিক
থেকে ঘিরে রয়েছে তিন স্তরে বিন্যস্ত রাত্রির অন্ধকার।
এই স্থানটি ব্যবহার করা হতো
শাস্তি দেওয়ার জন্য বা অপরাধীর কারাগার হিসাবে।
একবার
সাইক্লোপরা ইউরেনাসের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইউরেনাস তাঁর এই
বিদ্রোহী সন্তানদের নির্বাসন দিয়েছিলেন এখানে।
হেসিওড-এর মতে -
নিক্সের কন্যা–
হেমেরা দিনের দেবী।
টার্টারাসে যখন
হেমেরা
প্রবেশ করেন, তখন নিক্স
টার্টারাস
ত্যাগ করেন।
সূত্র :
http://www.paleothea.com/
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/