দানবকুল
ইংরেজি :
Giants
গ্রিক পৌরাণিক কাহিনি মতে কিছু অতিকায় দানবের দলগত নাম।

একবার সাইক্লোপরা ইউরেনাসের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইউরেনাস তাঁর এই বিদ্রোহী সন্তানদের নির্বাসন দেন পাতালের টার্টারাস অঞ্চলে। এ নিয়ে গেইয়া সাথে ইউরেনাসের মনোমালিন্য হয়। গেইয়া ইউরোনাসের বিরুদ্ধে টাইটানদের ক্ষেপিয়ে তোলেন। ফলে একসময় ইউরোনাসের বিরুদ্ধে টাইটানরা যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে অংশ গ্রহণ করেছিল ৭ জন টাইটান বীর। এদের মধ্যে ক্রোনাস ছিলেন সব চেয়ে ছোট। কিন্তু এই যুদ্ধ নেতৃত্ব দেন ক্রোনাস। একদিন ইউরোনাস ঘুমিয়ে ছিলেন। এমন সময় ক্রোনাস তাঁর পিতার অণ্ডকোষসহ লিঙ্গ কেটে তা সমুদ্রে নিক্ষেপ করেন এবং দেবরাজ্য অধিকার করেন। হেসিওডের মতে- এখান থেকে জন্মগ্রহণ করে প্রেমের দেবী এ্যাফ্রোদিটে। এই সময় ইউরেনাসের ক্ষত স্থান থেকে ঝরে পড়া রক্ত থেকে উৎপন্ন হয়- প্রথমে তিনটি অপদেবী। ঝরে পড়া রক্ত থেকে দ্বিতীয় দফায় জন্ম নেয় বেশ কয়েকজন দানব। এদের একত্রে গ্রিক পুরাণে বলা হয়ে থাকে Giants। এছাড়া টার্টারাস ও গেইয়ার সন্তানদেরও দানবকুলের ভিতরই ধরা হয়। গ্রিক পৌরাণিক কাহিনিগুলো থেকে যে সকল দানবদের নাম জানা যায়, তার তালিকা নিচে দেওয়া হলো।

১. ইউরিমেডোন (Eurymedon) : হোমারের ওডিসি কাব্যগ্রন্থে সপ্তম পর্বে এর নাম পাওয়া যায়। এই কাব্যে ইউরিমেডোন-কে   বলা হয়েছে দৈত্যকুলের রাজ। এর কনিষ্ঠ কন্যার নাম ছিল পেরিবিয়া (Periboe)। এই দৈত্য কোনো এক কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

২.  এ্যাল্কিয়োনেয়াস (
Alcyoneus): দানবকুলে এ্যাল্কিয়োনেয়াস ছিল সবচেয়ে বড়। জন্মের সময় সে সশস্ত্র হয়ে জন্মগ্রহণ করেছিল।  এই দানবের জন্মগ্রহণ হয়েছিল (Pallene) নামক স্থান। এই কারণে এ্যাল্কিয়োনেয়াস তার জন্মস্থানে অমর ছিল। সে তার জন্মস্থানে মৃত্যু দেবতা হেডসকে পরাজিত করেছিল।

হেরাক্লেজ তার দশম অভিযান যখন গেরিয়োনের গবাদি পশু নিয়ে স্ট্রাইমোন নদী অতিক্রম করার উদ্যোগ নিলেন, তখন এ্যাল্কিয়োনেয়াস হেরাক্লেজের পথ রোধ করে দাঁড়ায়। এ্যাল্কিয়োনেয়াস বিশালাকার শৈলখণ্ড নিক্ষেপ করে হেরাক্লেজের অনুসারী সৈন্যবাহিনীর ১২টি রথ, ২৪ জন অশ্বারোহীকে হত্যা করে। এরপর হেরাক্লেজ পাল্টা একটি শৈলখণ্ড দ্বারা আঘাত করলে, এ্যাল্কিয়োনেয়াস সংজ্ঞা হারিয়ে ফেলে। এ্যাল্কিয়োনেয়াস তার জন্মভূমিতে অমর ছিল বলে, এই আঘাতে মৃত্যুবরণ না করায়, হেরাক্লেজ তাকে টেনে জন্মভূমির বাইরে এনে হত্যা করেছিল।

এ্যাল্কিয়োনেয়াস-এর ৮টি কন্যা ছিল। এদের নাম ছিল- আল্কিপ্পে (
Alkippe), আন্থে (Anthe), আস্টেরিয়া (Asteria,), চথোনিয়া (Chthonia), ড্রিমো (Drimo), মিথোনে (Methone,), প্যাল্লেনে (Pallene), ফোথোনিয়া  (Phthonia) বা ফোস্থোনিয়া (Phosthonia)। এদেরকে একত্রে এ্যাল্কিয়োনিডেস (Alkyonides) বলা হয়। এরা পিতার মৃত্যুর পর, এরা নিজেদেরকে সাগরে নিক্ষেপ করে। এ্যাম্ফিট্রিটে (Amphitrite) মাছরাঙা পাখিতে পরিণত করে দেয়। এর মৃত্যুর পর হেরাক্লেজ এর দেহ সৎকার না করে গবাদি পশু নিয়ে চলে যায়।

৩. পোর্ফারিওন
(Porphyrion) : টার্টারাস-এর ঔরসে গেইয়ার গর্ভে এই দানব জন্মগ্রহণ করেছিল। অলিম্পিয়ার দেবতার যে সকল টাইটানদের টার্টারাসের অন্ধকার গুহায় বন্দী করে রেখেছিল, পোর্ফারিওন ছিল তাদের একজন। দেবতাদের বিরুদ্ধে দানবদের বিদ্রোহের সময়, এই দানব হেরাকে ভোগ করার চেষ্টা করেছিল। প্রথমে সে এরসের তীর দ্বারা আঘাত করে হেরাকে কামসক্ত করার চেষ্টা করে। এই সময় জিউস তাঁর বজ্র দ্বারা পোর্ফারিওন-কে আঘাত করে। এই সময় পোর্ফারিওন ঘুরে দাঁড়িয়ে জিউসকে পাল্টা আঘাত করতে উদ্যত হলে, হেরাক্লেজ তাকে তীর দ্বারা ভয়ঙ্কর রকম আহত করে এর ফলে এই দানব মৃত্যবরণ করে।