সাইক্লোপস্
ঊর্ধ্বক্রমবাচকতা {  | দৈত্য | কল্পনা সৃজনশীলতা | দক্ষতা
 | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
প্রাচীন গ্রিক Κύκλωψ >ইংরেজি Cyclops>বাংলা সাইক্লোপস্।

পলিফেমাস
Heinrich Wilhelm Tischbein, 1802 (Landesmuseum Oldenburg)

প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে– তিনটি বন্য দানবের সম্মিলিত নাম। হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে–  প্রতি রাত্রিতে ইউরেনাস গেইয়ার সাথে মিলিত হতেন। এর ফলে গেইয়ার গর্ভে প্রথমে জন্মেছিল এক চক্ষু বিশিষ্ট দানব তিনটি দানব। গ্রিক পুরাণে এদেরকে একত্রে সাইক্লোপস নামে অভিহিত করা হয়েছে। হেসিওড-এর মতে– এদের নাম- ব্রোন্টেস (বজ্র), স্ট্রেপেস (বজ্রপাত) ও আর্গেস (ঔজ্জ্বল্য)। কিন্তু অন্যান্য পৌরাণিক সাহিত্যে পলিফেমাস নামক অপর এক সাইক্লপের নাম পাওয়া যায়। হোমারের ওডিসি কাব্যে পলিফেমাসের সাথে অডিসাসের দ্বন্দ্বের কথা জানা যায়।

সাইক্লোপস্‌দের অন্যতম বৈশিষ্ট্য ছিল- কপালে বিশাল আকারের একটি চোখ। এই চোখটি ছিল তাদের কপালের মধ্যভাগে।

এই সন্তানদের নিয়ে ইউরেনাস সন্তুষ্ট ছিলেন না। একবার সাইক্লোপরা ইউরেনাসের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইউরেনাস তাঁর এই বিদ্রোহী সন্তানদের নির্বাসন দেন পাতালের টার্টারাস অঞ্চলে। এ নিয়ে গেইয়া সাথে ইউরেনাসের মনোমালিন্য হয়। পরে গেইয়া পরামর্শে ক্রোনাস তাঁর পিতা ইউরেনাসের জননাঙ্গ ছেদন করেন এবং দেবরাজ্য অধিকার করেন। যদিও এই যুদ্ধে সাইক্লোপরা ক্রোনাসকে সাহায্য করেছিল, কিন্তু ক্রোনাস জয়ী হওয়ার পর এদেরকে বার পাতালে বন্দী করে রাখেন।

দ্বিতীয় বার জিউস দেবরাজ্য দখলের সময়
সাইক্লোপদের ব্যবহার করা হয়েছিল। এই যুদ্ধে  ক্রোনাস অলিম্পাস-এ সমান উঁচু একটি পাহাড় তৈরি করার জন্য তাঁর সৈন্যদের দেশ দিলেন। ক্রোনাসের সৈন্যরা অলিম্পাস-এ নিকটবর্তী পেলিওন নামক একটি ছোট পাহাড়ে পাথর নিয়ে এসে জড় করতে লাগলেন। অবিলম্বে এই পেলিওয়ন অলিম্পাসের সমান উঁচু হয়ে উঠলে, জিউসের মা রিয়া সন্তানদের রক্ষা করার জন্য অলিম্পাসে গিয়ে ক্রোনাসের সকল কৌশল বলে দিলেন। রিয়ার পরামর্শে জিউস পাতালপুরীতে গেলেন এবং সেখানে সাইক্লোপদের বন্দীদশা থেকে মুক্ত করে অলিম্পাস নিয়ে আসেন। এই দৈত্যরা জিউসের জন্য বজ্র নির্মাণ করে দিলেন এবং ভূমিকম্পের সৃষ্টি করলেন। এরপর ক্রোনাসের পেলিওন পর্বত থেকে অলিম্পাস ক্রমণের প্রস্তুতি সম্পন্ন করলে, সাইক্লোপস্‌দের সৃষ্ট ভূমিকম্পে পেলিওন পাহাড় ধ্বসে পড়লো। সেই সাথে জিউসের বজ্রের ঘাতে ক্রোনাস-বাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হলো। যুদ্ধে জয়লাভের পর, জিউস পুরোপুরি দেব-মানব তথা সার্বিক অর্থে রাজা হয়ে উঠেন।


সূত্র :
http://www.paleothea.com/
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/