রিয়া
গ্রিক
Ρέα>ইংরেজি
Rhea>বাংলা
জিউস।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ 
|
টাইটানিজ 
|
গ্রিক দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা 
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
| 
বিমূর্ত-সত্তা
| 
সত্তা
|}
ইনি 
ইউরেনাসের 
ঔরসে 
গেইয়ার 
গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। বংশের বিচারে ইনি ১২ জন 
টাইটানের 
একজন। 
ইউরোনোমে
রিয়া ও 
ক্রোনাস -কে 
শনির নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছিলেন। 
 
ইউরোপীয় শিল্পকর্মে 
দুটি সিংহবাহিত রথে অধিষ্ঠিত অবস্থায় একে দেখা যায়। এঁর সমতুল্য দেবী : 
আনাতোলিয়া 
এবং হিটাইট 
দেবী 
সিবেল 
এবং রোমান দেবী ম্যাগনা মাটার,
রোমান দেবী অপস।
ইনি যৌবনে উপনীতা হলে,
তাঁর ভাই  
ক্রোনাসের
সাথে তাঁর বিবাহ হয়। ক্রোনাসের ঔরসে ইনি মোট ৬টি সন্তানের 
জন্ম দেন। এঁরা ছিলেন ডেমেটর 
হেডিজ, 
হেরা,
হেস্টিয়া,
পোসেইডোন 
এবং 
জিউস। ঘটনাসূত্রে 
 ক্রোনাস 
তাঁর পিতা 
ইউরেনাসের 
জননাঙ্গ 
ছেদন করেন এবং দেবরাজ্য অধিকার করেন। এই সময় রিয়া স্বর্গের রানী হিসাবে অধিষ্ঠিতা 
হন। ইউরেনাস 
ক্রোনাসকে 
অভিশাপ দিয়ে বলেছিলেন যে– 
তাঁর পুত্রের কাছে তাকে লাঞ্ছিত 
হতে হবে। এই কারণে 
ক্রোনাস 
তাঁর ঔরসজাত সন্তান জন্মের পরপরই গিলে ফেলতেন। এই ভাবে 
ইনি তাঁর প্রথম পাঁচটি সন্তানকে উদরস্থ করেন। পরে ষষ্ঠ সন্তান 
জিউসের 
জন্মকাল 
উপস্থিত হলে,
রিয়া এই সন্তানকে রক্ষার জন্য 
ইউরেনাসের 
ও
গেইয়ার
শরণাপন্ন হন। এদের সাথে গোপনে 
পরামর্শ করে 
জিউসকে
রক্ষা করার প্রস্তুতি নেন। যথাসময়ে ক্রিটে 
জিউসের 
জন্ম হলে,
রিয়া স্বর্গে ফিরে আসেন। 
ক্রোনাস 
তাঁর এই ষষ্ঠ সন্তানের জন্মের কথা জানতে পেরে রিয়ার কাছে এলে,
রিয়া একটি কাপড়ে জড়ানো পাথর তুলে দেন। 
ক্রোনাস 
এই পাথরকে নবজাত শিশু মনে করে গিলে 
ফেলেন। 
হোমারের মতে রিয়া ছিলেন দেবতাদের মা। তবে এক্ষেত্রে সিবেলের মতো আদি দেবমাতা ছিলেন না। ক্রিট দ্বীপে রিয়াকে পূজা করা হতো। গ্রিকে তার প্রতীক ছিল চাঁদ।