এথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রক্ষিত মূর্তি (খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে নির্মিত)

পোসেইডোন
গ্রিক Ποσειδῶν>ইংরেজি Poseidon
রোমান সমতূল্য দেবতা
Neptune
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
                                         
গ্রিক পৌরাণিক কাহিনিতে ইনি সাগর ও ভূমিকম্পের দেবতা। কুঞ্চিত কেশযুক্ত এবং শ্মশ্রুমণ্ডিত।

টাইটান জাতির রাজা
ক্রোনাসের  ঔরসে এবং  রিয়ার গর্ভে এঁর জন্ম হয়েছিল। তাঁর অপর দুই ভাই দেবরাজ জিউস এবং পাতাল পুরীর দেবতা হেডিজ সম্মিলিতভাবে টাইটানদের পরাজিত করেন। পরে তিনি সমুদ্রের অধিপতির মর্যাদা পান।

একবার জিউস-এর গর্ব ও ধৃষ্টতা অসহ্য হওয়াতে হেরা, পোসাইডন, এ্যাপোলো অন্যান্য অলিম্পাসের অধিবাসীরা ঘুমন্ত জিউসকে বন্দী করেন। তারা চামড়ার পাতলা ফিতা দিয়ে ১০০টি গিট্টুতে তাঁকে বেঁধে ফেললেন। এই ষড়যন্ত্রে থেকে একমাত্র হেস্টিয়া নিজেকে বিরত রাখেন। জিউসকে বন্দী করার পর- দেবতারা একটি ভোজ-উৎসবের য়োজন করেন। এই উৎসবে, জিউসকে বন্দী করার ক্ষেত্রে কার কতটুকু অবদান রয়েছে- তা নিয়ে লোচনা করছিলেন, তখন থেটিস জিউসকে মুক্ত করে দেন। পরে জিউস এ্যাপোলো পোসাইডোকে শাস্তি স্বরূপ ট্রয়ের রাজা লাওমেডান-এর দাস হিসাবে নিযুক্ত করেন।  লাওমেডান এই দুই দেবতাকে দিয়ে ট্রয় নগরীর বাইরে একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করিয়েছিলেন।

একবার দেবী এথেনার মন্দিরে সমুদ্র দেবতা পোসেইডোনের সাথে মেডুসা দৈহিক সংসর্গে লিপ্ত হলে, এথেনা অত্যন্ত রেগে যান। শক্তিশালী পোসেইডোনের বিরুদ্ধাচারণ করা ক্ষমতা এথেনার ছিল না। তাই তিনি মেডুসাকে অভিশাপ দেন। এই অভিশাপের কারণে মেডুসা আরও ভয়ঙ্কর দানবীতে পরিণত হয়েছিল এবং কোনো জীবন্ত প্রাণীকে পাথরে পরিণত করার ক্ষমতা অর্জন করেছিল। এমনকি তার মৃত্যুর পরও, তার মাথার এই ক্ষমতা ছিল।

এঁর সঙ্গী এবং সহযোগী ছিল নিরিদ
নামক
৫০ জন জলপরী। থেটিস নামক নিরিদ-এর কাছে ইনি প্রেম নিবেদন করলে, থেটিস তাঁকে প্রত্যাখ্যান করেছিল।

থালাস্সা-এর মিলিত হয়ে সকল সামুদ্রিক মাছের জন্ম দিয়েছিলেন।


তথ্যসূত্র :
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
edith hamilton mythology/new american library
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/