লাওমেডোন
অবশেষে ১৮টি যুদ্ধজাহাজ নিয়ে হেরাক্লেজ ও টেলামোন ট্রয় অবরোধ করলেন। টেলামোন দ্রুত তাঁর পিতার তৈরি অংশ ভেঙে ফেললেন এবং ট্রোজান বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া শুরু করলেন। এই কারণে হেরাক্লেজ ঈর্ষান্বিত হয়ে পড়লেন। এই সময় হেরাক্লেজ টেলামোনের দুজন সেনাপতিকেও হত্যা করলেন। টেলামোন কোনো প্রতিশোধ নেওয়ার পরিবর্তে পাথরের একটি বেদী তৈরি করলেন। হেরাক্লেজ যখন এই বেদী তৈরির কারণ জিজ্ঞাসা করলেন, তখন টেলামোন বললেন এই বেদী হেরাক্লেজ-এর জন্য। টেলামোনের এই কপট কথায় হেরাক্লেজ সন্তুষ্ট হয়ে, একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। এই যুদ্ধে লাওমেডানের কনিষ্ঠ পুত্র প্রাইয়াম (Priam) ছাড়া সকল পুত্রই নিহত হয়েছিল। পিতা ও তাঁর ভাইদের অবর্তমানে প্রাইয়াম রাজা হন। হেরাক্লেজ পরের হেসিয়োনে-কে উপহার হিসাবে টেলামোনে-কে প্রদান করেন।
সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969