লাওমেডোন
প্রাচীন গ্রিক Λαομέδων>ইংরেজি Laomedon

ি পৌরাণিক কাহিনি মতে ট্রোজান রাজা বিশেষ। ইনি ছিলে ট্রোজান রাজার ইলস-এর পুত্র এবং ট্রোজান রাজা প্রাইয়াম-এর পিতা। কথিত আছে লাওমেডানের অনেকগুলো স্ত্রী ছিল। এদের ভিতরে উল্লেখযোগ্য স্ত্রী ছিল প্লাসিয়া, স্ট্রাইমো, লেউসিপ্পে। এছাড়া ক্যালিবে নামক একটি পরীর সাথে মিলিত হলে, বুকোলিয়ন নামক একটি পুত্রের জন্ম হয়।

হেরাক্লেজের নবম অভিযান ছিল আমাজানের রানী হিপ্পোলাইটের সোনার কটিবন্ধনী করায়াত্ত।
           
হেরাক্লেজের নবম অভিযান (রানী হিপ্পোলাইটে-র কটিবন্ধনী করায়াত্তকরণ)
এই যুদ্ধে জয়লাভের পর,
হেরাক্লেজ যখন ট্রয় নগরী অতিক্রম করছিলেন, তখন জানতে পারলেন যে, একটি দানব একটি সুন্দরী মেয়েকে তার থাবার নিচে ধরে রেখেছে। হেরাক্লেজ খবর নিয়ে জানলেন যে, এই কন্যাটি রাজা লাওমেডানের কন্যাটি হেসিয়োনে। লাওমেডান এক ঘোষণায় জানিয়েছিলেন যে, যে ব্যক্তি তাঁর কন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারবেন, তাঁর হাতে এই কন্যাকে সমর্পণ করবেন। হেরাক্লেজ উক্ত দানবকে আক্রমণ করে হত্যা করে কন্যাটিকে উদ্ধার করলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুসারে রাজা লাওমেডান তাঁর কন্যাকে হেরাক্লেজের হাতে সমর্পণ করলেন না। এরপর হেরাক্লেজ দশ বৎসর পরে এসে এর প্রতিশোধ নেবেন বলে উক্ত স্থান ত্যাগ করলেন।

এদিকে দেবরাজ জিউসের বিরুদ্ধাচরণের জন্য
জিউস
এ্যাপোলো পোসেইডোনকে  শাস্তি স্বরূপ রাজা লাওমেডনের দাস হিসাবে নিযুক্ত করেন। লাওমেডান এই দুই দেবতাকে দিয়ে ট্রয় নগরীর বাইরে একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করিয়েছিলেন। এর একটি অংশ তৈরি করেছিল ঈয়াকাস (Aeacus)। ঈয়াকাস নির্মিত এই অংশটিতে কিছু দুর্বলতা ছিল। এই প্রাচীরে দুর্বল অংশের বিষয় জানতেন ঈয়াকাসের ছেলে টেলামোন (Telamon)। তাই টেলামোনের সাথে করে হেরাক্লেজ সেনাবাহিনী গড়ে তুললেন। কিন্তু এই অভিযানের শুরুতে টেলামোন পিছিয়ে গেলেন। কারণ, তাঁর স্ত্রী এরিবোয়েয়া (Eeriboea) সন্তানসম্ভবা ছিলেন। হেরাক্লেজ তাঁর পিতা জিউসের কাছে, এই সন্তান সাহসী বীর হওয়ার প্রার্থনা করলেন। জিউস এই প্রার্থনায় সাড়া দিয়ে তাঁর ঈগল পাঠিয়ে টেলামোন পুত্রের জন্য আশীর্বাদ করলেন। টেলামোনের এই পুত্রের নাম ছিল এ্যাজাক্স (Ajax)।

অবশেষে ১৮টি যুদ্ধজাহাজ নিয়ে হেরাক্লেজ ও টেলামোন ট্রয় অবরোধ করলেন। টেলামোন দ্রুত তাঁর পিতার তৈরি অংশ ভেঙে ফেললেন এবং ট্রোজান বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া শুরু করলেন। এই কারণে হেরাক্লেজ ঈর্ষান্বিত হয়ে পড়লেন। এই সময় হেরাক্লেজ টেলামোনের দুজন সেনাপতিকেও হত্যা করলেন। টেলামোন কোনো প্রতিশোধ নেওয়ার পরিবর্তে পাথরের একটি বেদী তৈরি করলেন। হেরাক্লেজ যখন এই বেদী তৈরির কারণ জিজ্ঞাসা করলেন, তখন টেলামোন বললেন এই বেদী হেরাক্লেজ-এর জন্য। টেলামোনের এই কপট কথায় হেরাক্লেজ সন্তুষ্ট হয়ে, একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। এই যুদ্ধে লাওমেডানের কনিষ্ঠ পুত্র প্রাইয়াম (Priam) ছাড়া সকল পুত্রই নিহত হয়েছিল। পিতা ও তাঁর ভাইদের অবর্তমানে প্রাইয়াম রাজা হন। হেরাক্লেজ পরের হেসিয়োনে-কে উপহার হিসাবে টেলামোনে-কে প্রদান করেন।


সূত্র :
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969