নিরিদ
গ্রিক Νηρηΐς
ইংরেজি Nereid [ উচ্চারণ nɪəriɪdz/ NEER-ee-idz ]

গ্রিক পৌরাণিক কাহিনি মতে ভূমধ্য-সাগরের দেবতা নিরিয়াস এর ঔরসে ডোরিস-এর গর্ভে যে ৫০টি সন্তান জন্মগ্রহণ করেছিল, তাদের একত্রে নিরিদ বলা হয়। সাধারণভাবে এঁদের পরিচিতি ছিল জলপরী।  এঁদের চুলের রঙ ছিল নীল। অবশ্য কোনো কোনো মতে সাগর ও নদীর সংগম স্থলে এদের জন্ম হয়েছিল। 

এঁরা প্রায়ই সমুদ্রদেবতা পোসেইডোন সঙ্গ দিতো। এই সময় এঁরা তাঁদের পিতা নিরিয়াস-এর সাথে করে অজিয়ান সাগর পাহাড়া দিতেন এবং ঝড়ের কবলে পতিত বিধ্বস্ত ও বিপদগ্রস্থ জাহাজগুলোকে রক্ষা করতেন। গ্রিক পৌরাণিক কাহিনিতে মাত্র কয়েকজন নিরিদের নাম পাওয়া যায়। এঁরা হলেন অাক্ফিট্রিটে, অারেথুজা, ডাইনামেনে, গ্যালাটিয়া, লোটিজ, লাইকোরিয়স, প্যানোপিয়া ফেরুসা, স্যামাথে, থেটিস ও থুজা।


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969