গ্যালাটিয়া
গ্রিক
Γαλάτεια
ইংরেজি
Galatea
গ্রিক পৌরাণিক কাহিনি মতে–
৫০টি
নিরিদ-এর
মধ্যে ইনি ছিলেন একজন।
প্রাচীন
গ্রিক
কবি
হেসিওড-এর মতে–
ভূমধ্যসাগরের দেবতা নেরেয়াস এর ঔরসে ডোরিসের গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন।
ওভিডি-এর মেটামোর্ফোসেস-এর মতে― গ্যালাটিয়াকে আকিজ নামক সুদর্শন যুবক ভালবাসতেন। অন্যদিকে পলিফেমাস নামক এক সাইক্লোপস্ ভালোবাসতেন গ্যালাটিয়াকে। আকিজ-এর ভালোবাসায় সাড়া দিয়ে গ্যালাটিয়া আকিজ-এর কাছে চলে এলে, পলিফেমাস ঈর্ষান্বিত হয়ে আকিজকে হত্যা করে। পরে গ্যালাটিয়া আকিজ-এর রক্তকে একটি নদীতে পরিণত করেন।
সূত্র :
http://www.paleothea.com/
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/
http://aworldofmyths.com/Greek_Gods/Thetis.html