হেসিওড
গ্রিক
Ἡσίοδος, Hēsíodos>
ইংরেজি
Hesiod ।
প্রখ্যাত প্রাচীন গ্রিক চারণকবি।
ধারণা করা হয় তিনি খ্রিষ্টপূর্ব ৭৫০-৬৫০ অব্দের দিকে জন্মগ্রহণ করেছিলেন। উল্লেখ্য
হোমার-এর রচিত ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের মাধ্যমেই গ্রিক তথা
ইউরোপিয় সাহিত্যের সূত্রপাত হয়েছে বলে
প্লেটো এবং
এ্যারিস্টোটল বহুবার তাঁদের রচনায় উল্লেখ করেছেন। এই কারণে হোমারকেই গ্রিসের
আদিকবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই বিচারেই হেসিওডকে হোমারের পরবর্তী কালের কবি
ধরা হয়।
হেসিওড-এর পিতা ঈওলিস ছিলেন একজন ব্যবসায়ী।
ব্যবসায়ে মন্দার কারণে, তিনি তাঁর জন্মস্থান এশিয়া মাইনর থেকে গ্রিসর মূলভূখণ্ডে
চলে আসেন। এর কিছুদিন পর এই পরিবার আবার এশিয়া মাইনরে ফিরে আসেন। তাঁরা বিয়োতিয়ায়
আসেন। এখানেই হেসিওড ও পার্সিস নামে তাঁর দুই পুত্রের জন্ম হয়। হেসিওড ও পার্সিস
পিতার মৃত্যুর পর সম্পত্তি সমানভাবে ভাগ করে নেন। কিন্তু পার্সিস পরে চক্রান্ত করে
কর্তৃপক্ষকে ঘুষের বিনিময়ে হেসিওডের সম্পত্তির বেশকিছু অংশ গ্রাস করেন। বিষয়
সম্পত্তি নিয়ে হেসিওড -এর ততটা মাথা ব্যাথা ছিল না। তিনি মূলত বিভিন্ন বিষয় নিয়ে
লেখেলেখি নিয়ে ব্যস্ত সময় কাটান।
হেসিওডের জীবন ছিলো যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি
মৃত্যুও ছিলো আকস্মিক। প্লুতার্ক এবং তাঁর পরবর্তীকালের লেখকদের রচনা থেকে জানা
যায়, হেসিওড এবং একজন অজ্ঞাত পথিক একদিন একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তার সঙ্গের
সেই পথিক রাত্রে গৃহকর্তার মেয়ের ধর্ষণের চেষ্টা করলে, গৃহকর্তা হেসিওড এবং
ওই পথিককে হত্যা করে।
তিনি প্রচুর লিখেছিলেন, কিন্তু টিকে আছে মাত্র
৩টি গ্রন্থ। এই গ্রন্থ তিনটি হলো―
-
কাজ ও দিন
(Ἔργα καὶ Ἡμέραι,
Erga kai Hēmerai ,
Works and Days)।
ধারণা করা হয়, এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের
দিকে। এতে ছিল প্রায় ৮০০ ভার্স। গ্রন্থটি তাঁর ভাই পার্সিসকে উদ্দেশ্য করেই
রচনা করেছিলেন তিনি। এটি ছিলো উপদেশমূলকগ্রন্থ। গ্রন্থের মূল বক্তব্যে বলা
হয়েছে, মানুষ তার কর্মের দ্বারাই কেবল তার নিজ ভাগ্যের পরিবর্তন করতে পারে।
মানুষের সিংহভাগ দুঃখ-কষ্ট তার নিজের সৃষ্টি। এবং এটি বোঝানোর জন্য তিনি ‘কাজ ও
দিন’ গ্রন্থে প্যান্ডোরার কাহিনীও বর্ণনা করেছেন। এই গ্রন্থে প্রবাদ, প্রবচন,
কৃষি, গাহর্স্থ্যজীবন এবং নৌবিদ্যা সংক্রান্ত অনেক তথ্য ও উপদেশ ছিলো। হেসিওডের
‘কাজ ও দিন’ গ্রন্থটির একটি বিশেষত্ব ছিলো কারণ তিনি দেবতাদের বাদ দিয়ে সরাসরি
মানুষের জীবন নিয়ে রচনাগুলো এতে স্থান দিয়েছিলেন। এই গ্রন্থে আকাশের উজ্জ্বলতম
নক্ষত্র হিসাবে 'লুব্ধক'-কে উল্লেখ করেছিলেন।
-
থিওগোনি
(Θεογονία,
Theogonía, "the birth of the gods)
এটি মহাকাব্যিক শৈলীতে রচিত। ধারণা করা হয়, এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন
খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের দিকে। এতে প্রাচীন গ্রিকদের ধর্মবিশ্বাস ও দেবতাদের
সম্পর্কে বিভিন্ন তথ্যের সন্নিবেশ ছিলো। এই গ্রন্থে পাওয়া যায় এখানে পৃথিবী
সৃষ্টির আদি কথা। এই গ্রন্থে
ক্যায়োস,
গেইয়া,
টার্টারাস
এর প্রাচীন দেবতাদের জন্মবৃত্তান্তের সূত্র
ধরে ধারবাহিকভাবে অন্যান্য দেবদেবীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
-
হেরাক্লেসের
ঢাল (Ἀσπὶς
Ἡρακλέους, Aspis Hērakleous, Shield of
Heracles) ।
এই গ্রন্থটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। এই গ্রন্থটি হোমারের ইলিয়াড-এ
বর্ণিত একিলিসের ঢালের অক্ষম অনুকরণ বলে অনেকে উল্লেখ করে থাকেন। আবার অনেকে এই
গ্রন্থটি হেসিওডের রচিত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
তাঁর গ্রন্থের ইংরেজি অনুবাদ
-
Evelyn-White, H.G. (1936),
Hesiod, the Homeric Hymns, and Homerica,
Loeb Classical Library, no. 57 (3rd rev. ed.),
Cambridge, MA,
ISBN 978-0-674-99063-0.
(The link is to the 1st edition of 1914.) – English translation
with introduction and facing Greek text.
-
Athanassakis, A.
(1983),
Hesiod: Theogony, Works and days, Shield, Baltimore,
ISBN 0-8018-2998-4. –
With introduction and notes.
-
Frazer, R.M. (1983), The Poems of Hesiod, Norman,
Oklahoma,
ISBN 0-8061-1837-7.
-
Lombardo, S. (1993),
Hesiod: Works & Days, Theogony, Indianapoli,
ISBN 0-87220-179-1. –
With introduction, notes and glossary by Robert Lamberton.
-
Tandy, D.W.; Neale, W.C. (1996), Works and
Days: a translation and commentary for the social sciences,
Berkeley,
ISBN 0-520-20383-6
-
Most, G.W. (2006),
Hesiod: Theogony, Works and Days, Testimonia, Loeb Classical
Library, no. 57, Cambridge, MA,
ISBN 978-0-674-99622-9. –
English translation with introduction and facing Greek text.
-
Schlegel, C.M.; Weinfield, H. (2006), Hesiod:
Theogony and Works and Days, Ann Arbor,
ISBN 978-0-472-06932-3. –
With introduction and notes.
সূত্র :
http://en.wikipedia.org/wiki/