ক্রোনাস
গ্রিক Κρόνος, Krónos>ইংরেজি Cronos, Kronos, Kronus, Cronus>বাংলা ক্রোনাস
ঊর্ধ্বক্রমবাচকতা { | টাইটানিজ | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

ইনি ছিলেন টাইটান বংশোদ্ভুত প্রাচীন গ্রিক দেবতা। এঁর রোমান নাম
স্যাটার্ন (Saturn)উল্লেখ্য প্রাচীন রোমান পুরাণ অনুসারে স্যাটার্ন ছিলেন কৃষি দেবতা। পরবর্তী সময় গ্রীক পুরাণের সাথে স্যাটার্নকে একত্রিভুত করে ফেলা হয়।  ইউরোনোমে রিয়া এবং  ক্রোনাস-কে শনি গ্রহ নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করেছিলেন।

গ্রিক পৌরাণিক কাহিনী অনুসারে
, ইউরেনাসের ঔরসে গেইয়ার  গর্ভে এঁর জন্ম। হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে প্রতি রাত্রিতে ইউরেনাস গেইয়ার সাথে মিলিত হতেন। এর ফলে গেইয়ার গর্ভে প্রথমে জন্মেছিল এক চক্ষু বিশিষ্ট তিনটি দানব। গ্রিক পুরাণে এরা সাইক্লোপস্ নামে অভিহিত হয়ে থাকে। এদের নাম হলো- ব্রোন্টেস, স্ট্রেপেস ও আর্গেস। গ্রিক অন্যান্য সাহিত্যে পলিফেমাস নামক আর একজন সাইক্লোপস্-এর নাম পাওয়া যায়। এই সন্তানদের নিয়ে ইউরেনাস সন্তুষ্ট ছিলেন না। একবার সাইক্লোপরা ইউরেনাসের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইউরেনাস তাঁর এই বিদ্রোহী সন্তানদের নির্বাসন দেন পাতালের টার্টারাস অঞ্চলে। এ নিয়ে গেইয়া সাথে ইউরেনাসের মনোমালিন্য হয়। পরে গেইয়া পরামর্শে ক্রোনাস তাঁর পিতা ইউরেনাসের জননাঙ্গ ছেদন করেন এবং দেবরাজ্য অধিকার করেন। এই সময় রিয়া স্বর্গের রানী হিসাবে অধিষ্ঠিতা হন। ইউরেনাস ক্রোনাসকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে তাঁর পুত্রের কাছে তাকে লাঞ্ছিত হতে হবে। এই কারণে ক্রোনাস তাঁর ঔরসজাত সন্তান জন্মের পরপরই গিলে ফেলতেন। এই ভাবে ইনি তাঁর প্রথম পাঁচটি সন্তানকে উদরস্থ করেন। পরে ষষ্ঠ সন্তান জিউসের জন্মকাল উপস্থিত হলে, রিয়া এই সন্তানকে রক্ষার জন্য ইউরেনাস ও গেইয়া শরণাপন্ন হন।

ইউরেনাসের বিরুদ্ধে ক্রোনাসের যে যুদ্ধে হয়, তাতে অংশ নেন ৭ জন টাইটান বীর। এদের মধ্যে ক্রোনাস ছিলেন সব চেয়ে ছোট। কিন্তু এই যুদ্ধ নেতৃত্ব দেন ক্রোনাস। একদিন ইউরেনাস ঘুমিয়ে ছিলেন। এমন সময় ক্রোনাস তাঁর পিতার অণ্ডকোষসহ লিঙ্গ কেটে তা সমুদ্রে নিক্ষেপ করে। ইউরেনাসের  ক্ষত স্থান থেকে ঝরে পড়া রক্ত হতে উৎপন্ন হয়  তিন অপদেবী। এই অপদেবীরা হলেন  এ্যালেক্টা (Alecto), টিসিফোন (Tisiphone) ও মেগারা (Megarea)।  এছাড়া জন্ম নিয়েছিল  মেলিয়া (Meliea) নামক এক এ্যাশ-গাছের পরী।

ইউরেনাসকে পরাজিত করার পর ক্রোনাস হন সম্রাট। যদিও এই যুদ্ধে সাইক্লোপরা
ক্রোনাসকে সাহায্য করেছিল, কিন্তু ক্রোনাস জয়ী হওয়ার পর এদেরকে বার পাতালে বন্দী করে রাখেন। সম্রাট হওয়ার পর ক্রোনাস বিবাহ করেন  তাঁর পন বোন রিয়াকে । গ্রীক পৌরাণিক কাহিনি মতে  ক্রোনাস এক ভবিষ্যৎ বাণীতে অবগত হয়েছিলেন যে, তাঁর তাঁর ঔরসজাত সন্তানই তাঁকে সিংহাসনচ্যুত করবে। সেই কারণে, সন্তান ভূমিষ্ট হওয়ার পরপরই ক্রোনাস সন্তানদের গিলে ফেলতেন। অন্যমতে ইনি তাদের বন্দী করতে রাখতেন। প্রাচীন গ্রীস কবি হেসিয়ডের মতে, একে একে পাঁচটি সন্তান গিলে ফেলার পর, ষষ্ঠ সন্তান জিউসের যখন জন্ম হলো, তঁখন তাঁর মা রিয়া তাঁকে গোপনে ক্রীট নামক দ্বীপে পাঠিয়ে দিলেন। ক্রোনাস যখন রিয়ার কাছে এই ষষ্ঠ সন্তানটি নিতে এলেন, রিয়া তখন একটি পাথর কাপড়ে মুড়ে ক্রোনাসের হাতে তুলে দিলেন। ক্রোনাস কোনো বিবেচনা না করেই সন্তান মনে করে এই পাথরটি গিলে ফেলেন।
 

এদিকে গেইয়া জিউসকে ক্রিটের  লাইসিয়া-তে এনে লুকিয়ে রাখেন এখানে জিউস একদল পরীর দর-যত্নে এবং এ্যামালথিয়া (Amaltheia) নামক একটি ছাগলের দুধ খেয়ে বড় হয়ে উঠলেন। এক সময় ক্রোনাস জিউসের কথা জানতে পেরে ক্রীট দ্বীপে এলেন। কারো কারো মতে, ঘটনাক্রমে ক্রীট দ্বীপে এসেই ইনি জিউসের কথা জানতে পারেন। জিউস তাঁর পিতার সাথে দেখার জন্য একটি উৎসবের য়োজন করলেন। উক্ত উৎসবে ক্রোনাস এলে তাঁকে ঔষুধ মেশানো এক পাত্র মদ পরিবেশন করা হয়। এই মদ পান করে ক্রোনাস অসুস্থ হয়ে পড়েন এবং পাঁচটি সন্তান-সহ শেষোক্ত পাথরটি উগড়ে দেন। এরপর ক্রোনাস সুস্থ হওয়ার গেই জিউস তাঁর ভাই বোনদের নিয়ে অলিম্পাস পর্বতে শ্রয়গ্রহণ করলেন। সেখানে ইনি নিজেকে দেবতাদের রাজা হিসাবে ঘোষণা দিলেন।

ক্রোনাস পড়ে সুস্থ হয়ে উঠে অলিম্পাস আক্রমণ করলে, জিউস ঘন মেঘ সৃষ্টি করে এবং বিদ্যুৎ বর্ষণ করে ক্রোনাসের সে অভিযান ব্যর্থ করে দিলেন। এরপর ক্রোনাস অলিম্পাসের সমান উঁচু একটি পাহাড় তৈরি করার জন্য তাঁর সৈন্যদের দেশ দিলেন। ক্রোনাসের সৈন্যরা তখন অলিম্পাসের নিকটবর্তী পেলিওন নামক একটি ছোট পাহাড়ে পাথর নিয়ে এসে জড় করতে লাগলেন। অবিলম্বে এই পেলিওয়ন অলিম্পাসের সমান উঁচু হয়ে উঠলে, জিউসের মা রিয়া সন্তানদের রক্ষা করার জন্য অলিম্পাসে গিয়ে ক্রোনাসের সকল কৌশল বলে দিলেন। রিয়ার পরামর্শে জিউস পাতাল পুরীতে গেলেন এবং সেখানে সাইক্লোপের মুক্তি দিয়ে অলিম্পাসে নিয়ে এলেন। এই দৈত্যরা জিউসের জন্য বজ্র নির্মাণ করে দিলেন এবং ভূমিকম্পের সৃষ্টি করলেন। এরপর ক্রোনাস পেলিওন পর্বত থেকে অলিম্পাসে ক্রমণ করার প্রস্তুতি সম্পন্ন করলে, সাইক্লোপদের সৃষ্ট ভূমিকম্পের দ্বারা পেলিওন পাহাড় ধ্বসে পড়লো। সেই সাথে জিউসের বজ্রের ঘাতে ক্রোনাস বাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হলো। এরপর  জিউস দেবতাদের রাজা হয়ে উঠেন।


ক্রোনাস সন্তান-সন্ততি :
রিয়া'র গর্ভজাত :  ডেমেটর (
Demeter), হেডিজ, হেরা, হেস্টিয়া, পোসেইডোন, জিউস

ফিলাইরা গর্ভজাত :কায়রন।