প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি- মতে– দেবতা ও স্বর্গের প্রথম রাজা। তাঁর রাজত্বকালে আকাশে অন্যান্য তারা ছিল না।
এমন কি তখন পর্যন্ত চন্দ্র বা সূর্যের সৃষ্টি হয় নি। সে কারণে গ্রিক পৌরাণিক কাহিনীতে ইনি ছিলেন অন্ধকারময় বিশাল সত্তা
স্বরূপ। সৃষ্টির আদিতে ক্যায়োস থেকে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবী ও উর্বরতার দেবী
গেইয়া
ইউরেনাস
গেইয়া র গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন। পরে
গেইয়া
একে স্বামী হিসাবে
গ্রহণ করেন।
হেসিওড-এর (৭৫০ খ্রিষ্ট-পূর্বাব্দ) মতে– প্রতি রাত্রিতে ইউরেনাস
গেইয়া'র
সাথে মিলিত হতেন। এর ফলে গেইয়ার
গর্ভে প্রথমে জন্মেছিল এক চক্ষু বিশিষ্ট তিনটি দানব। এদের নাম হলো- ব্রোন্টেস,
স্ট্রেপেস ও আর্গেস। গ্রিক
পুরাণে এরা
সাইক্লোপস্
নামে অভিহিত হয়ে থাকে। গ্রিক অন্যান্য সাহিত্যে পলিফেমাস নামক আর
একজন
সাইক্লোপস্ -এর
নাম পাওয়া যায়। এই সন্তানদের নিয়ে ইউরেনাস সন্তুষ্ট ছিলেন না।
এর পরে
গেইয়া
সাথে তিনি পুনরায় মিলিত হন। এই মিলনের ফলে জন্ম হয়েছিল ৩টি শত হস্ত এবং অর্ধশত মস্তক
বিশিষ্ট দানব। নাম ছিল- ব্রিয়ারেস, কোট্টুস, গিগেস। এদেরকে বলা হতো
হেকাটোঙ্খেইরেস। এরা মানুষের উপর অত্যাচার করতো।
একবার
সাইক্লোপরা
উরেনাসের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইউরেনাস তাঁর এই
বিদ্রোহী সন্তানদের নির্বাসন দেন পাতালের
টার্টারাস অঞ্চলে। এ নিয়ে
গেইয়া
সাথে ইউরেনাসের মনোমালিন্য হয়। গেইয়া
ইউরোনাসের বিরুদ্ধে
টাইটানদের
ক্ষেপিয়ে তোলেন। ফলে একসময় ইউরোনাসের বিরুদ্ধে
টাইটানরা যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে অংশ গ্রহণ করেছিল ৭ জন টাইটান বীর। এদের মধ্যে
ক্রোনাস
ছিলেন সব চেয়ে ছোট। কিন্তু এই যুদ্ধ নেতৃত্ব দেন ক্রোনাস।
একদিন ইউরোনাস ঘুমিয়ে
ছিলেন। এমন সময়
ক্রোনাস
তাঁর পিতার অণ্ডকোষসহ লিঙ্গ কেটে তা সমুদ্রে নিক্ষেপ করেন
এবং দেবরাজ্য অধিকার করেন।
হেসিওডের মতে- এখান থেকে জন্মগ্রহণ করে প্রেমের দেবী
এ্যাফ্রদাইতি। এই সময়
ইউরেনাসের ক্ষত স্থান থেকে ঝরে পড়া রক্ত থেকে উৎপন্ন হয়- প্রথমে তিনটি অপদেবী। এই
অপদেবীরা হলেন–
এ্যালেক্টো,
টিসিফোনে ও মেগারেয়া। এই অপদেবীরা এরিনিয়েস নামে পরিচিত। ঝরে পড়া রক্ত থেকে দ্বিতীয় দফায় জন্ম নেয় বেশ
কয়েকজন দানব। এদের একত্রে গ্রিক পুরাণে বলা হয়ে থাকে
Giants
। এরপরে অবশিষ্ট রক্ত থেকে মেলিয়া
(Meliea)
নামক আরও একটি পরী জন্মগ্রহণ করে। এই পরীটি মান্না-এ্যাশ
(manna-ash)
গাছের পরী হিসাবে অভিহিত হয়ে থাকেন।