আয়াপিটাস
গ্রিক Ἰαπετός
ইংরেজি Iapetus

দ্বাদশ
টাইটান-এর একজন। ইউরেনাস-এর ঔরসে এবং  গেইয়ার গর্ভে এরা জন্মগ্রহণ করেছিলেন

কোনো কোনো মতে, ইনি তাঁর বোন থেমিস-কে বিবাহ করেছিলেন। কিন্তু এই বিবাহের ফলে কোন সন্তান জন্মেছিল কিনা তা জানা যায় না।

আয়াপিটাস স্ত্রী হিসাবে সর্বাধিক পরিচিত নাম হলো- ক্লাইমিনি
(Clymene)। এই স্ত্রীর গর্ভে জন্মেছিল মোট চারটি সন্তান। এরা হলেন- এ্যাটলাস , মেনোয়েটিয়াস (Menoetius), প্রোমিথেয়ুস ও এপিমেথিউস (Epimetheus)

 
জিউস-এর সাথে তাঁর পিতা ক্রোনাস-এর যুদ্ধ শুরু হলে- টাইটানরা ক্রোনাস-এর পক্ষালম্বন করেছিল। এই যুদ্ধে ক্রোনাস পরাজিত হলে জিউস সকলকেই শাস্তি প্রদান করেন। এই আয়াপিটাস ও তাঁর পুত্র প্রোমেথেয়ুস ক্রোনাস-এর স্বপক্ষে যুদ্ধে  অংশগ্রহণ করেন নি। এই কারণে বলে- জিউস আয়াপিটাস এবং তাঁর পুত্র প্রোমিথেয়ুসকে মুক্ত করে দেন। তাঁর অপর পুত্র এ্যাটলাস-কে শাস্তিস্বরূপ পৃথিবী তাঁর কাঁধে চাপিয়ে দেন।


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969