Nicolas-Sébastien Adam, 1762 (Louvre)

প্রোমেথেয়ুস
গ্রিক
Προμηθεύς>ইংরেজি Prometheus
ঊর্ধ্বক্রমবাচকতা { | টাইটানিজ | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

গ্রিক পৌরাণিক চরিত্র। গ্রিক ভাষায় প্রোমিথিউস শব্দের অর্থ হলো- সুবিবেচক। ইনি ছিলেন টাইটান  বংশের আয়াপিটাস-এর পুত্র। এঁর মায়ের নাম ছিল ক্লাইমেনো। কোনো কোনো মতে এঁর মায়ের নাম ছিল এশিয়া। এঁর অপর তিন ভাইয়ের নাম ছিল এ্যাটলাস, মেনোয়েটিয়াস (Menoetius) এপিমেথেয়ুস জিউস-এর সাথে তাঁর পিতা ক্রোনাস-এর যুদ্ধ শুরু হলে- টাইটানরা ক্রোনাস-এর পক্ষালম্বন করেছিল। এই যুদ্ধে ক্রোনাস পরাজিত হলে জিউস সকলকেই শাস্তি প্রদান করেন। এই আয়াপিটাস ও তাঁর পুত্র প্রোমেথেয়ুস ক্রোনাস-এর স্বপক্ষে যুদ্ধে  অংশগ্রহণ করেন নি। এই কারণে বলে- জিউস আয়াপিটাস ও প্রোমেথেয়ুসকে মুক্ত করে দেন।

জিউস দেবতাদের রাজা হওয়ার পর ইনি প্রোমেথেয়ুসকে একটি উন্নত প্রজাতির প্রাণী তৈরি করতে বললে, ইনি মানুষ সৃষ্টি করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মানুষ সভ্যতার সন্ধান লাভে ব্যর্থ হলে প্রোমেথেয়ুস এর কারণ হিসাবে আগুনের অভাব শনাক্ত করলেন। প্রোমেথেয়ুস মানুষকে আগুন জ্বালানোর কৌশল শেখার জন্য জিউসকে অনুরোধ করলেন। কিন্তু জিউস তাতে রাজি না হলে প্রোমেথেয়ুস চুরি করে স্বর্গ থেকে আগুন এনে মানুষকে দান করেন এবং আগুন জ্বালানোর কৌশল শিখিয়ে দেন।

মানুষ দেবতাদের জন্য পশু উৎসর্গ করে, তার শ্রেষ্ঠ অংশ দেবতাদের দান করতো। প্রোমেথেয়ুস দেবতাদের এই আচরণ অন্যায় মনে করে, একটি কৌশলের আশ্রয় নেন। তিনি একটি বিরাট ষাঁড় জবাই করে, এর উৎকৃষ্ট মাংস লুকিয়ে রাখলেন এবং অবশিষ্ট অস্থিগুলোকে  চর্বিদিয়ে সাজিয়ে দেবতাদের জন্য রাখলেন।
জিউস দেবতাদের পক্ষ থেকে ভাগ নিতে এলে, প্রোমেথেয়ুস নিকৃষ্ট অংশ তাঁর সামনে মেলে ধরলেন। জিউস এর মাংসস্তূপ থেকে চর্বি মাখানো অস্থি গ্রহণ করলেন। কিন্তু চুক্তি অনুসারে এরপর থেকে মানুষ দেবতাদের জন্য চর্বিযুক্ত অস্থিই উৎসর্গ করা শুরু করে। এই সব ঘটনার কারণে জিউস,  ককেশাস পর্বতে প্রোমেথেয়ুসকে শৃঙ্খলিত করে রাখলেন। আর সেই সাথে প্রোমেথেয়ুসকে যন্ত্রণা দেবার জন্য একটি ঈগল নিয়োগ করলেন। এই ঈগল প্রতিদিন প্রোমেথেয়ুসের যকৃত ঠুকরে খেয়ে ফেলতো। কিন্তু ঈগল তাঁর যকৃত খাওয়ারা পর, তাঁর আর একটি নূতন যকৃত গজিয়ে উঠতো। ইউরেনাসের সাথে টাইটানদের যুদ্ধ শুরু হলে, ইনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এই সময় থেটিস তাঁকে সান্ত্বনা প্রদান করেছিলেন।

দেবতার আশা করেছিলেন যে
, এক সময় প্রোমেথেয়ুস তাঁর কৃতকর্মের জন্য জিউস-এর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু প্রোমেথেয়ুস তা করলেন না। কারণ, তিনি তাঁর ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। তিনি তাঁর ভবিষ্যৎ-দর্শনে জেনেছিলেন যে, জিউস-এরই ঔরসজাত এক সন্তান এই ঈগলকে হত্যা করে তাঁকে মুক্ত করবেন।

এই ঘটনার তিরিশ বৎসর পর
, জিউস-এর ঔরসজাত সন্তান হেরাক্লেজ উক্ত ঈগলকে হত্যা করে প্রোমেথেয়ুসকে শৃঙ্খলমুক্ত করেন। হেরাক্লেজ তাঁর প্রথম দশ অভিযান শেষ করে অতিরিক্ত প্রথম অভিযানে হেসপেরাইদেসের বাগানের তিনটি সোনার আপেল সংগ্রহকালে এই কাজটি করেছিলেন। (হেরাক্লেজেরে অতিরিক্ত প্রথম অভিযান (তিনটি সোনার আপেল সংগ্রহ)।


সূত্র :
http://www.paleothea.com/
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/