এ্যাটলাস
ইতালির নেপলসে স্থাপিত মূর্তি |
প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে– আদি দেবী ইউরোনোমে এ্যাটলাস এবং ফিবি-কে চন্দ্রের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছিলেন। পরবর্তী কালে গ্রিক পুরাণে এ্যাটলাসকে টাইটান বংশীয় দেবতা হিসাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য ইনি টাইটান বংশীয় ইয়াপেটাসের ঔরসে ক্লাইমেনে গর্ভে জন্মগ্রহণ করেন। পিতামাতার চার সন্তানের মধ্যে সবচেয়ে বড়। উল্লেখ্য অন্যান্য সন্তানরা ছিলেন– এপিমেথিউস (Epimetheus) প্রোমেথিউস (Prometheus) ও মেনোয়েটিয়াস (Menoetius)।
জিউসের সাথে ক্রোনাসের যুদ্ধের সময় ইনি জিউসের বিরুদ্ধাচারণ করেছিলেন। এই যুদ্ধে ক্রোনাস পরাজিত হলে- জিউস তাঁর বিরুদ্ধাচারী ক্রোনাস-সহ সকল টাইটানদের টার্টারাসে নির্বাসিত করেন। শুধু আয়াপিটাস তাঁর পুত্র ও প্রোমিথেয়ুসকে মুক্ত করে দেন। এ্যাটলাস যুদ্ধে জিউসের বিরুদ্ধাচরণ করেছিল বলে– পৃথিবীকে তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল।
ইনি গ্রিসের মরিতানিয়া অঞ্চলের রাজা ছিলেন। এঁর একটি বিশাল বাগান ছিল। একবার জিউস-পুত্র পার্সেয়াস গর্গনকন্যা মেডুসা'র কাটা মাথা নিয়ে এই বাগানে প্রবেশ করেন। এ্যাটলাস এক ভবিষ্যৎ বাণীতে জেনেছিলেন যে, জিউসের কোন এক পুত্র তাঁর বাগান নষ্ট করবে। সে কারণে ইনি পার্সেয়ুস পরিচয় জানতে পেরে তাঁকে বাগান থেকে চলে যেতে বলেন। এই কারণে ক্ষিপ্ত পার্সেয়ুস এ্যাটলাসকে মেডুসা'র কর্তিত মাথা দেখান। ফলে এ্যাটলাস একটি বিশাল পাহাড়ে পরিণত হন।
কিন্তু অপর এক কাহিনি থেকে জানা
যায় যে,
হেরাক্লেজ তাঁর দশম
অভিযানের পর অতিরিক্ত প্রথম অভিযানে আসেন এবং এ্যাটলাসকে অনুরোধ করে সোনার আপেল
সংগ্রহ করেছিলেন। এই সময়
হেরাক্লেজ কিছুক্ষণের জন্য পৃথিবীকে মাথায় ধরে
রেখেছিলেন। গ্রিক পুরাণ অনুসারে জানা যায়,
পার্সেয়ুস ছিলেন
হেরাক্লেজ-এর চেয়ে বয়সে অনেক বড়। কারণ,
পার্সেয়ুস-এর আনা
মেডুসার
কর্তিত মাথা থেকে ঝরে পড়া রক্ত থেকে জন্ম নিয়েছিল ক্রাইসেয়র (Chrysaor)।
আর ক্রাইসেয়র পুত্র ছিল গেরিয়ন (Geryon)।
এই গেরিয়নকে
হেরাক্লেজ হত্যা করেছিল তাঁর দশম অভিযানে।
এ্যাটলাসের
ঔরসে জলপরী প্লিওন (Pleione)
-এর গর্ভে জন্মগ্রহণ করেছিল সাতটি কন্যা। এদের একত্রে বলা হতো
প্লেইয়াডিজ। এই কন্যারা
ছিলেন-
১.
মাইয়া (Maia):
জিউস-এর ঔরসে
হের্মেজ-এর জন্মদান করেছিলেন।
২. ইলেক্ট্রা (Electra):
জিউস-এর ঔরসে দার্দানুসের
জন্মদান করেছিলেন।
৩. টায়গেটে (Taygete)
:
জিউস-এর ঔরসে লেসেডায়েমোনের
জন্মদান করেছিলেন।
৪. এ্যাল্কেয়োন (Alcyone)
:
পোসেইডোন-এর ঔরসে হায়রিয়েয়াস, হাইপেরেনোর এবং ঈথুয়াসা[র জন্মদান করেছিলেন।
৭. সেলায়েনো (Celaeno)
:
পোসেইডোন-এর ঔরসে লাইকাস এবং ইউরিপাইলাস-এর জন্মদান করেছিলেন।
৬. স্টেরোপে (Sterope)
: আরেজ-এর ঔরসে ওয়েনোমাসের জন্মদান করেছিলেন।
৭. মেরোপে (Merope)
: ওরিয়নের প্রণয়িণী ছিলেন। অন্যমতে সিসফাসের স্ত্রী ছিলেন।
সূত্র :
http://www.paleothea.com/
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/