প্লেইয়াডিজ

ইংরেজি
Pleiades>বাংলা প্লেইয়াডিজ।
এ্যাটলাস-এর ঔরসে জলপরী প্লিওনে (Pleione) -এর গর্ভেজাত সাতটি কন্যাকে একত্রে প্লেইয়াডিজ বলা হয়। এই কন্যারা হলো-
        মাইয়া,
        ইলেক্ট্রা (Electra): জিউস-এর ঔরসে দার্দানুসের জন্মদান করেছিলেন।
        টায়গেটে (Taygete) : জিউস-এর ঔরসে লেসেডায়েমোনের জন্মদান করেছিলেন।
        এ্যাল্কেয়োন (Alcyone) : পোসেইডোনের ঔরসে হায়রিয়েয়াস, হাইপেরেনোর এবং ঈথুয়াসা[র জন্মদান করেছিলেন।
        সেলায়েনো (Celaeno) : পোসেইডোনের ঔরসে লাইকাস এবং ইউরিপাইলাস-এর জন্মদান করেছিলেন।
        স্টেরোপে (Sterope) : আরেজ-এর ঔরসে ওয়েনোমাসের জন্মদান করেছিলেন।
        মেরোপে (Merope) : ওরিয়নের প্রণয়িণী ছিলেন। অন্যমতে সিসফাসের স্ত্রী ছিলেন।

একবার ওরিয়ন(
Orion) এদের মা প্লিওনে এবং এই সাত কন্যাকে ধরার জন্য এঁদের অনুসরণ করলে, এঁরা জিউসের কাছে প্রার্থনা করা শুরু করেন। জিউসের ইচ্ছায় এঁরা প্রথমে ঘুঘু পাখিতে এবং পরে নক্ষত্রে পরিণত হন। পরে জিউস এদেরকে ধনুরাশিতে নক্ষত্র হিসাবে স্থাপন করেন।

মাইয়া
গ্রিক  Μαία>ল্যাটিন Maia

পৌরাণিক কাহিনী মতে-
এ্যাটলাস ঔরসে জলপরী প্লিওন (Pleione) -এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ইনি সাতজন প্লেইয়াডিজের মধ্যে একজন ছিলেন। ইনি তাঁর অন্যান্য সাত বোনের ভিতর মাইয়া ছিলেন সবচেয়ে সুন্দরী ছিলেন। এইবার সিলেনে গুহার ভিতরে জিউস-এর মিলিত হন। এর ফলে মাইয়া গর্ভবতী হন এবং  হের্মেজ -এর জন্ম হয়। হর্মেজের জন্মের পর পরই. মেইয়া তাঁকে সযত্নে একটি কম্বলে জড়িয়ে ঘুমিয়ে পড়েন।