 ফিনিক্স 
(পৌরাণিক পাখি)
ফিনিক্স 
(পৌরাণিক পাখি)
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা 
|
কাল্পনিকসত্তা 
|
কল্পনা
|
সৃজনশীলতা 
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
| 
বিমূর্ত-সত্তা
| 
সত্তা
|}
ফিনিশিয় ও আরব উপকথায় 
বর্ণিত পাখি>গ্রিক পৌরাণিক পাখি Φοῖνιξ>ইংরেজি
Phoenix>বাংলা 
ফিনিক্স। 
মূলত ফিনিশীয় রূপকথায় 
এই পাখির নাম পাওয়া যায়। পরে আরব মিশর, গ্রিক, চীন ও রাশিয়ার উপকথায় এই 
পাখি প্রবেশ করে। 
একই সূত্রে গ্রিক পৌরাণিক কাহিনীতেও এই পাখির 
নাম পাওয়া যায়। কথিত আছে এরা প্রায় ৫০০ বৎসর 
জীবিত থাকতো। এরা নিজেদেরকে আগুনে নিক্ষেপ করে ইচ্ছা-মৃত্যু গ্রহণ করতো। কিন্তু এদের 
পুড়ে যাওয়া দেহের ছাই থেকে পুনরায় 
এরা জন্মগ্রহণ করতো। পাশের চিত্রে চীনদেশে 
প্রাপ্ত ধাতব 
ফিনিক্স-এর নমুনা দেখানো হলো। 
|  | 
| শিল্পীর নাম পাওয়া যায় না। | 
গ্রিক Φοίβη (কিরণময়ী)>ইংরেজি
Phoebe >বাংলা 
ফিবি। 
ঊর্ধ্বক্রমবাচকতা
{ 
|
টাইটানিজ 
|
গ্রিক দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা 
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
| 
বিমূর্ত-সত্তা
| 
সত্তা
|}
ইনি ছিলেন 
টাইটান 
বংশোদ্ভুতা গ্রিক দেবী। চন্দ্র দেবী হিসাবেই ইনি পরিচিতা।
প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি 
মতে– 
 আদি দেবী 
ইউরোনোমে
এ্যাটলাস 
এবং  
ফিবি-কে 
চন্দ্রের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছিলেন।  
ইউরেনাসের
ঔরসে 
গেইয়ার  
গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। এঁর সাথে তাঁর ভাই 
কোয়েসাস-এর 
বিবাহ হয়। এঁদের দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এঁরা ছিলেন লেটো এবং 
এ্যাসটেরিয়া। 
 
সূত্র : 
http://www.paleothea.com/
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/