ক্রিয়াস
গ্রিক
Κρείος>ইংরেজি
Crius>বাংলা
ক্রিয়াস।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
টাইটানিজ
|
গ্রিক দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
গ্রিক টাইটান বংশীয় দেবতা।
প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে–
আদি দেবী
ইউরোনোমে
ডাইওনে এবং ক্রিয়াস-কে
মঙ্গল গ্রহের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছিলেন।
ইনি
ইউরেনাসের
ঔরসে
গেইয়ার গর্ভে এঁর জন্ম।
জিউসের সাথে
ক্রোনাসের যুদ্ধের সময় ইনি
জিউসের
বিরুদ্ধাচারণ করেছিলেন।
এই যুদ্ধে
ক্রোনাস
পরাজিত হলে-
জিউস তাঁর বিরুদ্ধাচারী অন্যান্য
টাইটানদের সাথে এঁকেও
টার্টারাসে
নির্বাসিত করেন।
ইনি
ইউরিবিয়া গর্ভে দুটি পুত্র সন্তানের জন্ম দেন। এই পুত্ররা
হলেন-প্যালাস ও
পার্সিয়ুস ।