ওসিনাস
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
গ্রিক
Ώκεανός>ইংরেজি Oceanus>বাংলা ওসিনাস।

 

অজ্ঞাত-কৃত অঙ্কিত ছবি

১. প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে–   সৃষ্টির আদিতে ক্যায়োস ছিলেন। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পর আকাশ ও সাগর একত্রে ছিল। ক্যায়োসের কন্যা ইউরোনোমে এই জলরাশির নাচতে নাচতে আকাশ  থেকে জলরাশিকে পৃথক করেছিলেন। ওসিনাস ছিলেন এই জলরাশির দেবতা। এবং আকাশের দেবতা হলেন ইউরেনাস


২. প্রাচীন যুগের পরে গ্রিক পৌরাণিক কাহিনিতে ওসিনয়াসকে টাইটান বংশোদ্ভুত দেবতা হিসাবে পাওয়া যায়। ইউরোনোমে  টেথিস  এবং ওসেনাস-কে শুক্র গ্রহের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছিলেন। ইনি ইউরেনাসের ঔরসে গেইয়ার গর্ভে জন্মগ্রহণ করেন। ইনি পরে টেথিসকে বিবাহ করেন। ওসিয়ানাসের ঔরসে জলদেবী টেথিসের গর্ভে প্রায় তিন হাজার সন্তান জন্মগ্রহণ করেছিল। এই সকল সন্তানগুলোকে ওসিয়ানিড (Oceanid) বলা হয়। এ ছাড়া এই দম্পতি জন্ম দিয়েছিলেন সব নদী, ঝর্না, হ্রদ-সহ বড় বড় জলাশয়।

গেইয়া'র সাথে মিলিত হলে, এঁদের দুটি সন্তান জন্মগ্রহণ করে। এঁরা হলেন ক্রেউসা এবং  ট্রিপ্টোলেমোস।

ইউরেনাসের সাথে টাইটানদের যুদ্ধ শুরু হলে, ইনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মানুষকে আগুনের ব্যবহার শেখানোর অপরাধে জিউস যখন প্রোমিথেয়ুসকে যখন ককেশাস পর্বতে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তখন ইনি তাঁকে সান্ত্বনা প্রদান করেছিলেন।

হেরাক্লেজ যখন তাঁর দশম অভিযানে গেরিয়োনের গবাদি পশু আনার জন্য, হেলিয়াসের দেওয়া জলপদ্মের আকারের একটি স্বর্ণ নির্মিত বাহনে এরিত্রিয়ার দিকে যাচ্ছিলেন, তখন ইনি তীব্র ঢেউ সৃষ্টি করেন। এর ফলে হেরাক্লেজ তাঁকে আঘাত করার জন্য তীর নিক্ষেপের প্রস্তুতি নিলে, ইনি ভয়ে সমুদ্রকে শান্ত করে দেন।

ওসিয়ানিডের তালিকা :
ডোরিস
মেটিস
 


সূত্র :